পুঁজিবাজার
ডিএসইর সদ্য অবসর নেয়া চেয়ারম্যান ও পরিচালকদের বিদায় সংবর্ধনা

সদ্য অবসর নেয়া চেয়ারম্যান ও পরিচালকদের বিদায় সংবর্ধনা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার (১৩ জুন) ঢাকার নিকুঞ্জ ডিএসই টাওয়ারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসর প্রাপ্তরা হলেন- চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, সালমা নাসরিন এনডিসি, মো. মুনতাকিম আশরাফ, ড.এ.কে.এম.মাসুদ মরহুম হাবীবুল্লাহ বাহার, মরহুম রকিবুর রহমান এবং মিনহাজ মান্নান ইমন
ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, মোহাম্মাদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদারসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ডিএসই চেয়ারম্যান বিদায়ী বোর্ডের প্রয়াত সদস্য মরহুম রকিবুর রহমান ও হাবীবুল্লাহ বাহারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে৷ ২০২০ এবং ২০২১ সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বছর৷ এমনি এক প্রতিকূল ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আপনারা দায়িত্ব পালন করেছেন৷ বাজারে ইক্যুইটির পাশাপাশি নতুন প্রোডাক্টের শুভসূচনা হয়৷
তিনি আরও বলেন, আপনারা বাজারের উন্নয়নে সাধ্যমত চেষ্ঠা করেছেন৷ আপনাদের রয়েছে পুঁজিবাজারের অভিজ্ঞতা৷ আপনাদের অভিজ্ঞতাকে শেয়ারিং এর মাধ্যমেই আমরা ডিএসইর উন্নয়ন করে, বাজারের উন্নয়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব৷ উন্নত প্রোডাক্ট ও সার্ভিস, আইসিটি, করপোরেট সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতার মাধ্যমে ডিএসইকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে নাম্বার ওয়ান এ পরিণত করতে চাই৷ এজন্য সকল পক্ষের সহযোগিতা দরকার৷ আমি আশা করি পুঁজিবাজারের স্বার্থে তথা দেশ এবং জাতির স্বার্থে আপনাদের অভিজ্ঞতাময় পরামর্শ ও মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন৷
পরিশেষে তিনি বলেন, বিদায়ী বোর্ডের সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাদের এই সুপরিকল্পিত কার্যক্রমের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সময়ই স্মরণ রাখবে। পরে ডিএসই’র চেয়ারম্যান সকলের সুন্দর ভবিষ্যত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন৷
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অভিজ্ঞতা শেয়ার করেন ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, সালমা নাসরীন এনডিসি, মিনহাজ মান্নান ইমন এবং মরহুম মো. রকিবুর রহমানের পক্ষে আশিক রহমান৷
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
কৃষিবিদ সীডের শেয়ার বিক্রি করবে গ্লোরিয়াস ল্যান্ডস

শেয়ারবাজারের এসএমই মার্কেটে (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) তালিকাভুক্ত কৃষিবিদ সীড লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলোপমেন্ট লিমিটেডের কাছে কৃষিবিদ সীডের ৫৩ লাখ ৭০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্য থেকে প্রতিষ্ঠানটি ১০ লাখ শেয়ার বিক্রি করবে। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের দাম ২ কোটি ২৬ লাখ টাকা।
জানা গেছে, বাজারদর অনুযায়ী ডিএসইর পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার আগামী ৪৫ কার্যদিবসের মাধ্যমে বিক্রি করবে গ্লোরিয়াস ল্যান্ডস।
উল্লেখ্য, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলোপমেন্ট কৃষিবিদ সীডের উদ্যোক্তা পরিচালক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৮২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৭৯টি কোম্পানির সর্বমোট ১ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজারদর ৮২ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (২১ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১৮ কোটি ৬১ লাখ টাকা। আর ৯ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে সি পার্ল রিসোর্ট।
এছাড়া, আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েল ৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৪ লাখ ৪৪ হাজার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৮১ লাখ ৩৫ হাজার, ফু-ওয়াং ফুডের ৯৩ লাখ ৮০ হাজার, বাংলাদেশ ফাইন্যান্সের ৭৮ লাখ ১৮ হাজার এবং বিবিএস ক্যাবলের ৬০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নতুন সিইও নিয়োগ দিল ইসলামী ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী তিন বছরের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল খালেক মিয়া। গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আব্দুল খালেক মিয়াকে ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে অনুমোদন দিয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ৯৫ দফা বাড়লো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৯৫ দফা বাড়ানো হলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
সর্বশেষ ৯৪ দফায় গত ৭ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে এক বছর

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। মূলত উৎপাদন ক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই এক বছরের মধ্যে কোম্পানিটি তাদের কারখানা পুনর্গঠন করবে। বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতি এই সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদনও করবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, পুরনো কিছু মেশিনারিজ কোম্পানিটি বিক্রি করবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর মেট্রো স্পিনিংয়ের উৎপাদন ক্ষমতা অন্তত ১১০ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফাও বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
ডিএসইকে মেট্রো স্পিনিং জানিয়েছে, কারখানা পুনর্গঠনে কোম্পানিটির সময় এক বছর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে। কারখানা পুনর্গঠনের পর পুনরায় বাণিজ্যিক উৎপাদন শুরু হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অবহিত করবে।