পুঁজিবাজার
এবি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের ক্রেডিট রোটিং সম্পন্ন করা হয়েছে। অর্গুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসল) কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়।
অর্থসংবাদ/এসইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এডিএন টেলিকম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইফাদ অটোসের বন্ডে আবেদনের মেয়াদ বাড়লো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের ৩০০ কোটি টাকা সমমূল্যের বন্ড ইস্যুর মেয়াদ বাড়ানো হয়েছে। কোম্পানিটির আলোচ্য নন-কনভার্টেবল, সিকিউরিড, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিএসইসি ইফাদের বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আলোচ্য বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬ শতাংশ এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। এছাড়া বন্ডের মেয়াদ ৫ বছর।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
স্থগিত এজিএম করবে বিআইএফসি

২০২১ সালের স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সুপ্রিম কোর্ট থেকে আসা এক রায়ের ভিত্তিতে কোম্পানিটি এজিএমের আদেশ পেয়েছে। তাতে স্থগিত ২৬তম এজিএম আগামী ১৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ প্রদান করেনি।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সিএসইর লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। যেখানে আগের বছর শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ছয় কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস), বিবিএস ক্যাবলস, ইজেনারেশন লিমিটেড ও এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, নাহী অ্যালুমিনিয়ামের বিকাল সাড়ে ৫টায়, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের বেলা ৩টায়, বিবিএসের বেলা ৩টায়, ইজেনারেশন লিমিটেডের বিকাল ৪টায়, বিবিএস কেবলসের বিকাল সাড়ে ৪টায় এবং এপেক্স ফুটওয়্যারের বিকাল ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সভায় বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি প্রকাশ করবে। বাকি কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরবে।
আলোচ্য সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

অর্থসংবাদ/এমআই