টেলিকম ও প্রযুক্তি
ল্যাপটপের ব্যাটারি যেসব ভুলে নষ্ট হয়

নতুন ল্যাপটপ কেনার কিছুদিন পরই নষ্ট হয়ে যায় ব্যাটারি। ল্যাপটপ ব্যবহারে অনেকেই ব্যাটারিজনিত সমস্যায় পড়েন। ব্যাটারি নষ্ট হওয়ার সমস্যা নতুন পুরাতনের উপর ভিত্তি করে হয়না। ব্যবহারের উপর অনেকটা ভালো মন্দ হয়ে থাকে। শুরু থেকেই যদি সঠিকভাবে ল্যাপটপের যত্ন নেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
জেনে নেওয়া যাক ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে ব্যবহারের সময় যেসুব ভুল করবেন না-
-ল্যাপটপ কখনোই গরম কোনো স্থানে রাখবেন না। ঘরের এমন কোনো অংশ যেখানে সরাসরি রোদ পায় বা ফ্রিজের উপর ভুলেও ল্যাপটপ রাখবেন না। এতে ল্যাপটপের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সাধারণ তাপমাত্রা থাকে এমন কোনো স্থানে রাখুন।
-ল্যাপটপের স্টোরেজ ভর্তি থাকলে প্রসেসর ঠিকভাবে কাজ করতে পারে না। এতে ব্য়াটারির উপর চাপ পড়ে। ফলে সহজেই ল্যাপটপ গরম হয়ে যায় এবং একটুতেই চার্জ শেষ হয়ে যায়। ব্যাটারিও ধীরে ধীরে খারাপ হতে থাকে।
-ল্যাপটপে কখনোই অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না। লোকাল চার্জার ব্যবহার করলে ল্যাপটপের ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। লোকাল চার্জার ল্যাপটপের ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না, যার কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে যায়। তাই চেষ্টা করুন সবসময় ল্যাপটপের আসল চার্জার ব্যবহার করতে।

অর্থসংবাদ/এসইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেলিকম ও প্রযুক্তি
নতুন চমক আনছে ফেসবুক!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, চালুর পর থেকেই নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। দিন বদল ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন ফিচার যুক্ত করছে ফেসবুক। বর্তমানে অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জায়ান্ট। ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমতে যাওয়া পর্যন্ত একটা বড় সময় প্রায় সবাই ফেসবুক ব্যবহার করেন।
এদিকে শুধুমাত্র ব্যাক্তিগত কাজেই সবাই ফেসবুক ব্যবহার করা হয়—তাও নয়। কাজের ক্ষেত্রেও ব্যবহার করেন অনেকে। সে কারণে এবার বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন এই সংস্থাটি।
মেটার ঘোষণার বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহার করা যাবে—এমন সুবিধা নিয়ে আসছে ফেসবুক।
মেটা জানায়, একটি অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা চারটি প্রোফাইল ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এবার ব্যক্তিগত ও প্রফেশনাল প্রোফাইল আলাদা করতে পারবেন অ্যাকাউন্ট এক রেখেই। প্রয়োজনে একাধিক ব্যক্তিগত প্রোফাইলও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। যেমন; একটি প্রোফাইল, খাদ্যরসিকদের জন্য। অন্য একটি বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠদের জন্য। আবার একটি অফিসের প্রয়োজনে।
জানা গেছে, ব্যবহারকারীদের আলাদা আলাদা প্রোফাইলের জন্য আলাদা ইউজার নাম বেছে নিতে হবে। চারটি প্রোফাইল যুক্ত করা যাবে এক অ্যাকাউন্ট থেকে। যেভাবে ব্যবহারকারী চাইবে সেভাবেই নিউজ ফিড তৈরি হবে। অর্থাৎ সেই সংক্রান্ত জিনিসই আসবে ওয়ালে। তবে একাধিক প্রোফাইলের ক্ষেত্রে বেশ কিছু ফিচারের সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। যেমন, ডেটিং, মার্কেটপ্লেস, প্রোফেশনাল মোড, মেসেঞ্জার ও পেমেন্ট। খুব শিগগিরই এই সুবিধা উন্মুক্ত করার কথাও জানিয়েছে মেটা।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
জিমেইলে গুরুত্বপূর্ণ ই-মেইল যেভাবে সংরক্ষণ করবেন

জিমেইলে বড় আকারের ফাইল আদান-প্রদানের পাশাপাশি ‘আর্কাইভ’ অপশনে গুরুত্বপূর্ণ ই–মেইলগুলো ইনবক্সের পরিবর্তে আলাদাভাবে সংরক্ষণ করা যায়। এর ফলে প্রয়োজনের সময় সহজেই গুরুত্বপূর্ণ ই–মেইলগুলো ব্যবহার করা সম্ভব।
জিমেইলে ই-মেইল আর্কাইভ ও আনআর্কাইভ করার পদ্ধতি
ই–মেইল আর্কাইভ করার জন্য কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশ করে কাঙ্ক্ষিত ই–মেইল নির্বাচন করতে হবে। এরপর ই–মেইলের ওপর মাউস রেখে ডান দিকে থাকা আর্কাইভ আইকনে ক্লিক করলে ই–মেইলটি আর্কাইভ হয়ে যাবে। একসঙ্গে একাধিক ই–মেইল আর্কাইভ করতে হলে নির্বাচিত ই-মেইলগুলোর বাঁ দিকে থাকা চেকবক্সে ক্লিক করে নির্বাচন করতে হবে। এরপর ওপরে আর্কাইভ বাটনে ক্লিক করলেই ই–মেইলগুলো আর্কাইভ হয়ে যাবে। আর্কাইভ করা ই–মেইলগুলো সহজেই সার্চ বক্স থেকে খুঁজে পাওয়া যাবে। স্মার্টফোন থেকে ই–মেইল আর্কাইভ করতে কাঙ্ক্ষিত ই–মেইলটি চেপে ধরে আর্কাইভ বাটনে ট্যাপ করতে হবে।
আরও পড়ুন: ডিসেম্বরে বন্ধ হবে লাখ জিমেইল অ্যাকাউন্ট
ই–মেইল আনআর্কাইভ করার জন্য জিমেইলের বাঁ দিকে মেনু অপশনের নিচে থাকা মোর অপশনে ক্লিক করতে হবে। এরপর অল মেইল নির্বাচন করলেই আর্কাইভ করা সব ই–মেইল দেখা যাবে। এরপর স্ক্রল করে যে ই–মেইলটি ইনবক্সে ফিরিয়ে আনতে হবে, সেটিতে ক্লিক করতে হবে। ই–মেইলটি খোলার পর ওপরের ডান দিকে থাকা তৃতীয় আইকন নির্বাচন করে মুভ টু ইনবক্স অপশনে ক্লিক করতে হবে। স্মার্টফোন থেকে ই–মেইল আনআর্কাইভ করতে একইভাবে অল মেইল ট্যাপ করে কাঙ্ক্ষিত ই–মেইল নির্বাচন করতে হবে। এরপর ই–মেইল খোলার পর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে মুভ টু ইনবক্স নির্বাচন করতে হবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
ইন্টারনেটের গতিতে কতটা পিছিয়ে বাংলাদেশ?

ইন্টারনেটের গতি ও নিরাপত্তা উভয় বিচারে প্রতিবেশী ভারতের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক কোম্পানি সার্ফশার্কের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার (ডিজিটাল কোয়ালিটি লাইফ- ডিকিউএল) সংক্রান্ত সূচকে জানা গেছে এই তথ্য।
বিশ্বের ১২১টি দেশের ডিকিউএল পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে সার্ফশার্কের ডিকিউল সূচক। প্রতিষ্ঠানটির সূচক অনুসারে, বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গড় গতি ৫৩ এমবিপিএস এবং মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস। উভয় মাধ্যমে গড়ে বাংলাদেশের চেয়ে ৭৩ শতাংশ এগিয়ে রয়েছে ভারত।
এই সূচকে ফিক্সড ইন্টারনেটের গতির হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বর্তমানে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ফিক্সড ইন্টারনেটের গতি ৩০০ এমপিবিএস।
আর মোবাইল ইন্টারনেটের গতির হিসেবে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি ৩১০ এমবিপিএস। এই তালিকায় সবার শেষে থাকা দেশটির নাম ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মোবাইল ইন্টারনেটের গতি মাত্র ১০ এমবিপিএস।
সার্ফশার্কের তথ্য অনুযায়ী, গত এক বছরে যদিও বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গতি ৪১ শতাংশ এভং মোবাইল ইন্টারনেটের গতি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে; তা সত্ত্বেও এখনও বৈশ্বিক গড় গতির চেয়ে ৫ শতাংশ কম।

সার্ফশার্কের নিরাপদ ইন্টারনেটের সূচকেও ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এখানে অবশ্য ব্যবধান অনেক কম। নিরাপদ ইন্টারনেটের সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৬৬তম এবং বাংলাদেশের অবস্থান ৬৭তম।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
এবার লোগো পাল্টে ফেলল ফেসবুক

ইলন মাস্কের এক্সের সাথে তাল মেলাচ্ছে ফেসবুক। নাম না পাল্টালেও ফেসবুকের লোগোতে বদল আনছে মার্ক জাকারবার্গ। তবে মাস্কের মতো নতুন লোগো আনেননি তিনি। আগের লোগোতেই একটু পরিবর্তন এনেছেন।
সংবাদমাধ্যম ভার্গ বলছে, আইডেন্টিটি সিস্টেম আপডেট করেছে ফেসবুক। অনেকটা গোপনেই এই বদল এনেছে মেটা। তবে ব্যবহারকারীদের অনেকেরই নজর এড়ানো যায়নি।
নতুন লোগোতে দেখা যায়, ‘এফ’ লেখার পেছনের নীল রং আরও গাঢ় হয়েছে। বড় পরিবর্তনের মধ্যে এই একটিই। এ ছাড়া এফের বর্ডারটি আরও স্পষ্ট করা হয়েছে। রাখা হয়েছে কয়েকটি ছোট্ট টুইকস। এটিকে ‘সাহসী, গতিশীল এবং চিরন্তন’ ডিজাইন হিসেবে উল্লেখ করেছে মেটা।
এক পোস্টে মেটা বলছে, এই লোগো পরিবর্তন সহজে দেখা না গেলেও এখন থেকে ফেসবুককে আরও শক্তিশালী মনে হবে। বিশেষ করে নীল রং আরও গাঢ় করার কারণে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লোগো পরিবর্তন প্রায়ই হয়ে থাকে। তবে ফেসবুকের পরিবর্তন খুব ধীরে হয়। এমনকি মূল লোগো থেকে তেমন পরিবর্তনের দিকে যায় না প্রতিষ্ঠানটি।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
গুগলের তথ্য খুঁজে দেবে বার্ড চ্যাটবট

ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। কিন্তু প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় অনেককে। এ সমস্যার সমাধান দিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘বার্ড’ চ্যাটবটে নতুন এক্সটেনশন যুক্ত করা হয়েছে। ‘বার্ড এক্সটেনশন’ নামের এ সুবিধা ব্যবহার করে জিমেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের পাশাপাশি গুগল ডকস থেকেও সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে উত্তর দেওয়ার পাশাপাশি এবার গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে ‘বার্ড’ চ্যাটবট। শুধু তাই নয়, সংগ্রহ করা তথ্য ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ব্যবহারও করতে পারবে। এর ফলে গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলো দিয়ে নির্দিষ্ট চার্ট বা তালিকাও তৈরি করা যাবে।
গুগলের তথ্য মতে, নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইলে থাকা নির্দিষ্ট ই-মেইল খুঁজে সেগুলোর সারাংশ লিখে জানাবে বার্ড। এমনকি ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে গুগল ম্যাপস, ইউটিউব বা গুগল ফ্লাইটস থেকেও তথ্য সংগ্রহ করবে চ্যাটবটটি। ব্যবহারকারীরা যেকোনো সময় এ সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।
বার্ড এক্সটেনশন সুবিধা ব্যবহারের জন্য ব্যক্তিগত গুগল ড্রাইভ, জিমেইল অ্যাকাউন্টসহ গুগল ডকস ব্যবহারের অনুমতি দিতে হবে। আর তাই চ্যাটবটটির সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে গুগল জানিয়েছে, বার্ড এক্সটেনশন ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট ও গুগলের বিভিন্ন সেবা থেকে তথ্য সংগ্রহ করলেও সেগুলো কাজে লাগিয়ে বার্ডের মান উন্নয়ন করা হবে না। এমনকি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও এসব তথ্য দেখতে পারবে না।
অর্থসংবাদ/এমআই