ক্যাম্পাস টু ক্যারিয়ার
ফলো ইওর প্যাশন ৫.০ সেমিনারের আয়োজন

পঞ্চম বারের মতো ফলো ইওর প্যাশন ৫.০ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে নর্থসাউথ ইউনিভার্সিটি এমবিএ ক্লাব।
গত ৫ই জুন ইউনিভার্সিটির অডিটোরিয়াম ৮০১ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারটির মূল প্রতিপাদ্য ছিল অদম্য প্যাশন, হাজার বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও নিজের লক্ষ্যে অটুট থেকে নিজের প্যাশনকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দুর্দমনীয় ইচ্ছাশক্তির নানাদিক এই আলোচনায় উঠে এসেছে। তারই সাথে সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে চলার পথে অবশ্যম্ভাবীভাবে আসা এই বাঁধাগুলোকে অতিক্রম করার জন্য ব্যবসায়িক জগতের উজ্জ্বল নক্ষত্রেরা দিয়েছেন তাদের সুপরামর্শ এবং যথাযথ দিকনির্দেশনা।
নর্থসাউথ এমবিএ ক্লাবের সম্মানিত ফ্যাকাল্টি এডভাইজার ডক্টর এফ জে মোহাইমিনের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় ।

এসময় বক্তব্য রাখেন সিটি ব্যাংকের এমডি এবং সিইও মাশরুর আরেফিন, দা একাডেমি অফ ল এন্ড পলিসির প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর রাশমা ইমাম, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং ইউনিটেক্স গ্রুপের সিইও ইশতিয়াক আহমেদ।
অতিথিদের কথার মাঝে বারবারই উঠে এসেছে কঠোর পরিশ্রম এবংসুদৃঢ় নিষ্ঠা প্যাশন এর অন্যতম অনুষঙ্গ হিসেবে। প্যাশনের প্রকৃত অর্থ একান্ত ব্যক্তিগত পছন্দের কিছু করা এবং সেই ক্ষেত্রে সাফল্য না পাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাওয়া। সময় ও পরিস্থিতি কখনোই প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারবে না যদি সেটা হয় প্রকৃত প্যাশন এবং তা কখনোই কাজের বোঝা হয়ে দাঁড়াবে না কারণ সেটা একটা ভালোলাগার কাজ।
এসময় প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীদেরকে সরাসরি প্রশ্ন করার সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়া হয়। অতিথিদের সম্মাননা পূর্বক ক্রেস্ট বিতরণ করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ডক্টর এফ জে মহাইমিন এবং এনএসইউ এমবিএ ক্লাবের প্রেসিডেন্ট ফারিতা বিনতে হাসান। ফলো ইওর প্যাশন ৫.০ বাস্তবায়নের পেছনে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃত স্বরূপ সংশ্লিষ্ট সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এনএসইউ এমবিএ ক্লাবের প্রেসিডেন্ট ফারিতা বিনতে হাসান বলেন, আমাদের ক্লাবের সিগনেচার ইভেন্ট ফলো ইওর প্যাশন পঞ্চম বারের মতো সফল ভাবে আয়োজন করতে পেরে আমরা উচ্ছাসিত। আমাদের লক্ষ্য ছিল ব্যবসায় জগতের ব্যাক্তি বর্গদের সাথে তাদের অভিজ্ঞতা পরামর্শ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা। যারা অংশগ্রহণ করেছেন তাদের উৎসাহ এবং উদ্দীপনা দেখে মনে হয়েছে তারা এই বিজ্ঞজনদের সাথে সেমিনারটি উপভোগ করেছেন।
সেমিনারটি শিক্ষক এবং শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীর পদচারণায় মুখর ছিল। নর্থ সাউথ এমবিএ ক্লাব এই সফল সেমিনারটির মতন আরো অনেক আকর্ষণীয়, সময়োপযোগী এবং এমবিএ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ও লাভজনক আরো আয়োজনের ব্যাপারে ইতিবাচক এবং আশাবাদী।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন

র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্ৰহণের অভাবে এ বছর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জন করতে পারেনি।
সিটি ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেয়র (বাকৃবি) ২২টি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে দিনব্যাপী এক কর্মশালায় এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, বিশ্ব র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এ অবস্থা মূলত বিগত বছরগুলোতে তাদের গৃহীত পদক্ষেপের ধারাবাহিক ফল। র্যাংকিংয়ে সম্মানজনক স্থান পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরি, যোগ্য শিক্ষক নিয়োগ, পিএইচডি প্রোগামে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, সম্মানজনক বৃত্তির ব্যবস্থা, ইন্ডাস্ট্রি ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং সাইটেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্ৰি অর্জনকারীদের অগ্ৰাধিকার দেওয়া এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দেওয়ার দাবি জানিয়ে বলেন, আকর্ষণীয় বেতন কাঠামো ছাড়া পিএইচডি ডিগ্রিধারী মেধাবী ও তরুণ শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহ পাচ্ছেন না। এজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা একটি পে-স্কেল প্রয়োজন।

ড. আলমগীর বলেন, দেশের আর্থসামাজিক সমস্যা নিয়ে গবেষণার বিশাল সুযোগ রয়েছে। এজন্য গবেষণার জন্য বিদেশে যাওয়া এবং ডিগ্রি নিয়ে সেখানে থেকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল মনসুর ও সিটি ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ মাহমুদ গণি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা হলো হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এই ট্রাস্টের বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাল রোববারের মধ্যে আবেদন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ে আবেদন যেভাবে
পদের নাম: সহকারী প্রকল্প পরিচালক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ ২.২৫ সিজিপিএ প্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ ২.২৫ সিজিপিএ প্রাপ্ত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ৩৫,৬০০ টাকা (ঢাকা মেট্রো), ৩৩,৪০০ টাকা (সিটি করপোরেশন) এবং ৩২,৩০০ টাকা (অন্যান্য জেলা)।
আরও পড়ুন: খুলনা শিপইয়ার্ডে চাকরির সুযোগ
আবেদন যেভাবে
আবেদন ফরম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা।

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৩।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
তারুণ্যের বৃক্ষায়নে সবুজ ইবি ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম প্রাঙ্গণ, টিএসসিসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেশি ও বিদেশী গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ মমতাজুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বিদেশি প্রজাতির ফুল জ্যাকারান্ডা গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু, যা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন।

এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর যত্ন নিতে উৎসাহিত করেন তিনি।
তারুণ্যের সাধারণ সম্পাদক রিফাত প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং মেম্বারদের ভেতরও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।
এ সময় অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান তারুণ্যের ভুয়সী প্রশংসা করে বলেন, তারুণ্য’র সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিভিন্ন প্রশংসনীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারুণ্য’র মহাত্ব্যকে ফুটিয়ে তুলছে।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মো. মমতাজুল ইসলাম ঔষধি ও ফলজ গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, কর্মসূচিতে দেশি ও বিদেশী বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়। তারমধ্যে শিউলি, বেলী, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, বাগান-বিলাস, পলাশ, কাঠবাদাম, গন্ধরাজ ও জ্যাকারান্ডা অন্যতম।
অর্থসংবাদ/এমআই/এসএ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট হতে র্যালি শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে পুনরায় টেন্টে এসে সমাবেত হয়। এসময় প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা জন্মদিনের বিভিন্ন স্লোগান প্রদান করে।
ইবি ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকে আমাদের জাতির পিতার আমানত, পরপর তিনবার সফল নেত্রীর ৭৭ তম জন্মদিন। আমাদের আশ্রয়স্থল জননেনী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখতেন একইভাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে গর্ববোধ করি।
ইবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজকে গণতন্ত্রের মানসকন্যা, দুঃখী মানুষের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। তিনি ইতিমধ্যে দুঃখী মানুষের আশ্রয়ের স্থল হিসেবে, বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। নেত্রীর এই জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৭৫’ এর কালো ইতিহাসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই সাথে ছাত্রলীগ কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের অসহায় ও অস্বচ্ছল মানুষদের মাঝে খাবার বিতরণ, জন্মদিনের কেক কাটা ও মোনাজাত করা হয়।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বিশ্বের সেরা এক হাজারের তালিকায় বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৪’— এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয় ও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুকের (বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী, আন্তর্জাতিক স্টাফ ও আন্তর্জাতিক সহযোগিতা) ওপর নির্ভর করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
আর এই তালিকায় এ বছর সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।
তবে এবার সেরা ৮০০-এর মধ্যে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। অবশ্য সেরা ৮০০-এর মধ্যে আছে ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয়। যদিও গত বছর এই র্যাঙ্কিংয়ে ৬০১ থেকে ৮০০-এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।
অপরদিকে প্রতিবারের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই তালিকায় দ্বিতীয় থেকে দশমস্থানে যথাক্রমে রয়েছে— যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ইয়েল বিশ্ববিদ্যালয়।
টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এ বছর ১০৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য যাছাই-বাছাই করে এ তালিকা তৈরি করা হয়েছে।