এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে; যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকের। এর আগে ২০১৯ সালের ২৯ আগস্ট ডিএসইএক্স সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ লেনদেন ১৩শ কোটির ঘর অতিক্রম করেছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০৫ কোটি ১৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৪ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৪৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৭৭টির দর বেড়েছে, কমেছে ৮৫টির। আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়