করোনা থেকে সুস্থ ২ কোটি ৮ লক্ষাধিক মানুষ

করোনা থেকে সুস্থ ২ কোটি ৮ লক্ষাধিক মানুষ
বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৮৯ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ আট হাজার ৫৭০ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৮৮৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই কোটি আট লাখ চার হাজার ২০৪ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ (১৩ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ২৪ হাজার ৫১১ জন রোগী মারা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৯ লাখ ৫০ হাজার ৩৫৪ জন, ভারতে ৩৬ লাখ ৯৯ হাজার ২৯৮, ব্রাজিলে ৩৫ লাখ ৫৩ হাজার ৪২১, রাশিয়ায় আট লাখ ৭৩ হাজার ৫৩৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৬ হাজার ৪২৩ জন, পেরুতে পাঁচ লাখ ৫৯ হাজার ৩২১, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৯২ হাজার ৮২০, মেক্সিকোতে চার লাখ ৬৭ হাজার ৫২৫, চিলিতে চার লাখ চার হাজার ৯১৯, ইরানে তিন লাখ ৪৪ হাজার ৫১৬, সৌদি আরবে তিন লাখ এক হাজার ৮৩৬, পাকিস্তানে দুই লাখ ৮৮ হাজার ৫৩৬, তুরস্কে দুই লাখ ৫৭ হাজার ৭৩১, জার্মানিতে দুই লাখ ৩৫ হাজার ৩০০, বাংলাদেশে দুই লাখ ৩৮ হাজার ২৭১, ইতালিতে দুই লাখ ১৩ হাজার ১৯১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৮ হাজার ৪৭৫, কানাডায় এক লাখ ২০ হাজার ৭৫, ফ্রান্সে ৮৯ হাজার ৫৯ জন, ওমানে ৮৩ হাজার ৩২৫ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮৪ হাজার ৪০৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৮ হাজার ৯৮৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৬৯৯, সুইজারল্যান্ডে ৩৮ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ২২৬, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৩৪০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে উঠেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়