বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে ব্যাংকান্স্যুরেন্স

বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে ব্যাংকান্স্যুরেন্স
ব্যাংকান্স্যুরেন্স বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে বলে মনে করে বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন (বিএনআইএ)।

রবিবার (৪ জুন) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট বরাবর দেওয়া এক চিঠিতে নিজেদের শঙ্কার কথা জানায় বিএনআইএ।

সংগঠনটির সভাপতি মো. মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সৈনিক আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বীমা শিল্পে কর্মরত হাজার হাজার কর্মী গভীর উদ্বেগের সহিত লক্ষ করছি, ব্যাংকাস্যুরেন্স চালু প্রক্রিয়াধীন। এ প্রকল্পটি চালু হলে দীর্ঘ অনেক বছর বীমা শিল্পে কর্মরত কর্মীদের কর্মের পরিধি সংকুচিত হবে। ফলে লক্ষ লক্ষ বীমা কর্মী বেকারত্ব নামক অভিশপ্ত জীবনের চরম সংকটে নিপতিত হবে। ফলশ্রুতিতে বীমা শিল্পে বিশৃঙ্খলা দেখা দিবে। যা কোন অবস্থাতেই কাম্য নয়। উক্ত প্রকল্পটি অবিলম্বে বন্ধ করা হউক।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন বীমা শিল্পের উন্নয়নে এক ঝাক নিবেদিত প্রাণ। আমরা মনে করি বর্তমান জনবান্ধব সরকার বীমা কর্মীদের স্বার্থবিরোধী কোন কার্যক্রম গ্রহণ করবে না

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
৩৪ ব্যাংক ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য
কমেছে জীবন বিমার বিনিয়োগ, বেড়েছে সাধারণ বিমার
বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফের সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
বেস্ট সিইও'র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
বিমা খাতের বড় সমস্যা কর্পোরেট গভর্নেন্সের অভাব
দুর্বল বিমা কোম্পানিকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করতে হবে
যাত্রা শুরু করলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স