মাশরাফি চাপের মুর্হুতে লড়তে পছন্দ করেন: ভিলিয়ার্স

মাশরাফি চাপের মুর্হুতে লড়তে পছন্দ করেন: ভিলিয়ার্স
জাতীয় দলের সতীর্থ বা প্রতিপক্ষ খেলোয়াড়দের যথাযথ সম্মান ও প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না ডি ভিলিয়ার্স।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে করা তার মন্তব্যে সে কথাই আবারও প্রকাশ পেল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৮ সালের আসরে মাশরাফির অধীনে রংপুর রাইডার্সের হয়ে খেলে গেছেন ডি ভিলিয়ার্স।

যে কারণ মাশরাফির সঙ্গে বেশ সখ্য রয়েছে এই প্রোটিয়া ক্রিকেটারের।

মাশরাফি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, বাংলাদেশ দলের সফলতম এই অধিনায়কের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ অনুষ্ঠানে এ কথা বলেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান।

তিনি বলেছেন, ‘মাশারাফির সঙ্গে আমি বেশ ভালোভাবে মিশতে পারি। এর প্রধাণ কারণ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। ’

কী কী মিল রয়েছে তাও জানিয়েছেন ভিলিয়ার্স।

তিনি বলেন, আমার মতো তার মধ্যেও হার না মানা গুণটা রয়েছে। তিনি চাপের মুহূর্তে লড়তে পছন্দ করেন। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে।’

মাশরাফির প্রশংসায় ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘মাশরাফির অধীনে খেলা খুবই উপভোগ করেছি আমি। চাপের মুহূর্তেও তাকে শান্ত থাকতে দেখেছি। এ সময় আমি খুব মজা করতে পেরেছি। ব্যক্তি খেলোয়াড়ের কথা বাদ দিয়ে তাকে সবসময় দলীয়ভাবে চিন্তা করতে দেখেছি। ’

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে