ক্যাম্পে ৫ রোহিঙ্গাকে অপহরণ

ক্যাম্পে ৫ রোহিঙ্গাকে অপহরণ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজন রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্পের ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়।

শনিবার (৩জুন) বিকেলে মুঠোফোনে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার (মিডিয়া) জামাল পাশা।

অপহৃতরা হলেন-টেকনাফের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী ব্লকের ডি/২২-এর নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

জামাল পাশা বলেন, শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৫ নম্বর ক্যাম্পের বসবাসরত পাঁচজন রোহিঙ্গা যুবককে অস্ত্রের মুখে ডি/২০ ব্লকের রহিম উল্লাহ (৩২) নামে একজন রোহিঙ্গার দোকানের সামনে থেকে মুখোশ পরিহিত অবস্থায় অপহরণ করে নিয়ে যায়।

ওই ক্যাম্পের মাঝি নুরুল আমিন বলেন, ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি । তবে অপহরণের ঘটনাটি তাদের পরিবার আলিখালী এপিবিএন পুলিশ ক্যাম্পে অবগত করা হয়েছে বলে তিনি জানান।

১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরাই এ অপহরণ করতে পারে৷ তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের বিষয়ে কোনো এখনো পাইনি। এবিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা