টেলিকম ও প্রযুক্তি
শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ধনীর খেতাব পুনরুদ্ধার করেছেন টেসলা সিইও।
এদিন প্যারিস ট্রেডিংয়ে আর্নল্টের লাক্সারি সংস্থা এলভিএমএইচের ২ দশমিক ৬ শতাংশ দরপতন হলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে। এর ফলে ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান তিনি। আর শীর্ষে উঠে আসেন টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক।
গত ডিসেম্বরে মাস্কের কাছ থেকেই শীর্ষ ধনীর খেতাব ছিনিয়ে নিয়েছিলেন ৭৪ বছর বয়সী আর্নল্ট। তবে এরপর থেকে বেশ কয়েকবার সম্পদের ব্যবধানে একে অপরকে ছাপিয়ে যান তারা।
আর্নল্ট ফরাসি ব্যবসায়িক গ্রুপ ‘মোয়েত হেনেসি- লুই ভুটন’ বা এলভিএমএইচের প্রধান নির্বাহী। ফ্যাশন, জুয়েলারি, অ্যালকোহলের বাজারে বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক এই এলভিএমএইচ। এগুলোর মধ্যে রয়েছে লুই ভুটন, ট্যাগ হিউর, সেফোরা, ডম পেরিগনন, ক্রিশ্চিয়ান ডিওর, ফেন্ডি, গিভেঞ্চি, মার্ক জ্যাকবস, স্টেলা ম্যাককার্টনি, লোওয়ে, লোরো পিয়ানা, কেনজো, সেলিন, সেফোরা, প্রিন্সেস ইয়টস, বুলগারি, টিফানি অ্যান্ড কোং প্রভৃতি।
বিপরীতে, মার্কিন ধনকুবের ইলন রিভ মাস্ক বৈদ্যুতিক গাড়িনির্মাতা টেসলার প্রতিষ্ঠাতা, রকেট কোম্পানি স্পেসএক্সের সিইও এবং প্রধান প্রকৌশলী। বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংক এবং ওপেন এআই’র সহপ্রতিষ্ঠাতাও তিনি। সম্প্রতি সোশ্যালি মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেওয়ার পর থেকে সেটিরও প্রধান নির্বাহীর দায়িত্ব সামলাচ্ছেন মাস্ক।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাবের জেরে বিলাসবহুল খাতের ওপর বিনিয়োগকারীদের আস্থা ম্লান হতে শুরু করেছে। গত এপ্রিলের পর থেকে এলভিএমএইচের শেয়ারের দর প্রায় ১০ শতাংশ কমে গেছে। একপর্যায়ে মাত্র একদিনে ১১০ কোটি ডলার সম্পদ হারান আর্নল্ট।
ঠিক তার উল্টো অবস্থা মাস্কের। চলতি বছরে এ পর্যন্ত ৫ হাজার ৫৩০ কোটি ডলারের বেশি লাভ করেছেন তিনি। মাস্কের প্রায় ৭১ শতাংশ সম্পদই টেসলা-নির্ভর। এ বছর গাড়িনির্মাতা সংস্থাটির শেয়ারের দর ৬৬ শতাংশ বেড়েছে। ফলে মাস্কের মোট সম্পত্তিও বড় লাফ দিয়েছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০০ কোটি ডলার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেলিকম ও প্রযুক্তি
স্টোরি শেয়ার করা যাবে টেলিগ্রাম চ্যানেলেও

প্রতিনিয়ত আপডেট হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রাম। কিছুদিন আগেই টেলিগ্রামে চালু হয়েছিল স্টোরি দেওয়ার ফিচার। সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচার চালু হয়েছে। এবার আরও একটি নতুন আপডেট টেলিগ্রামে লঞ্চ হয়েছে।
টেলিগ্রাম স্টোরিতে ব্যবহারকারীরা মিউজিক যুক্ত করতে পারবেন। এছাড়াও টেলিগ্রাম স্টোরিতে রিঅ্যাকশন দেওয়া যাবে স্টিকারের সাহায্যে। হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামেও ব্যবহারকারীরা ভিউ ওয়ান্স মোডে মিডিয়া শেয়ার করতে পারবেন। মিডিয়া ফাইল সেন্ড এবং শেয়ার দু’ক্ষেত্রেই এই অপশন কাজে লাগানো যাবে। আবার পরিবর্তন করাও সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপের আগেই টেলিগ্রামে চ্যানেল ফিচার চালু হয়েছে। এখন টেলিগ্রাম চ্যানেলেও স্টোরি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। টেলিগ্রামের স্টোরি ফিচার অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতোই। ৬, ১২, ২৪ এবং ৪৮ ঘণ্টার জন্য স্টোরি আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা। টেলিগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি চ্যানেলেও এই স্টোরি আপলোড করা যাবে।
তবে বর্তমানে প্রিমিয়াম ইউজারদের থেকে বুস্ট পেলেই এই ফিচার টেলিগ্রাম চ্যানেলে কাজ করবে। একজন ব্যবহারকারী প্রতি একটি বুস্ট দেবে টেলিগ্রাম প্রিমিয়াম, যে কোনো চ্যানেলেই এটা প্রযোজ্য হবে। একটি টেলিগ্রাম চ্যানেল বুস্ট পেলে একাধিক পর্যায় তৈরি হবে। এক একটি পর্যায় বা লেভেলের ক্ষেত্রে চ্যানেলের অ্যাডমিনরা একটি করে অতিরিক্ত স্টোরি পোস্ট করতে পারবেন প্রতিদিন।
একটি টেলিগ্রাম চ্যানেলে থাকা স্টোরি কারা দেখতে পাবেন, আর কারা পাবেন না, সেটা ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন। অর্থাৎ কোন চ্যানেল দেখা যাবে সেটা ঠিক করার ক্ষমতা থাকবে আপনার হাতে।

টেলিগ্রাম ইউজাররা এবং টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রেও স্টোরিতে রিঅ্যাকশন স্টোরি এবং মিউজিক যুক্ত করতে পারবেন। ব্যবহারকারীরা এবং চ্যানেলের ক্ষেত্রে স্টিকারে রিঅ্যাকশন দেওয়া যাবে। ভিউয়াররা সেখানে একটি ট্যাপ করে রেসপন্ড করতে পারবেন।
প্রিমিয়াম ব্যবহারকারীরা ৫টি রিঅ্যাকশন স্টিকার দিতে পারবেন এক একটি স্টোরিতে। এছাড়াও স্টোরিতে অডিও যোগ করার ক্ষেত্রে অরিজিনাল অডিও বেছে নিতে পারবেন ইউজাররা। এর পাশাপাশি ভিউ ওয়ান্স সেটিংসের ক্ষেত্রে ৩০ সেকেন্ডের একটি ডিসপ্লে মোডও পাবেন ইউজাররা। ভিউ ওয়ান মোডে পাঠানো মিডিয়া ফাইল একবার খুলে দেখে নিলে তা মুছে বা ডিলিট হয়ে যাবে। আর দেখা যাবে না। এই মিডিয়া ফাইলের স্ক্রিনশট নেওয়া যাবে না। সেভ করাও সম্ভব হবে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
ক্রোমে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে

ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ বিভিন্ন তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে গুগল। এসব তথ্য পর্যালোচনা করে পরে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
কিন্তু ইন্টারনেট ব্যবহারের ইতিহাস পর্যালোচনা করে দেখানো বিজ্ঞাপনের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ক্রোম ব্রাউজারে অপছন্দের বিজ্ঞাপনগুলোর প্রদর্শন বন্ধ করা যায়।
ক্রোম ব্রাউজারে অপছন্দের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করে ‘অ্যাড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। অ্যাড প্রাইভেসিতে অ্যাড টপিকস, সাইট সাজেস্টেড অ্যাডস এবং অ্যাড ম্যাজারমেন্ট নামের অপশন পাওয়া যাবে।
এসব অপশনে আলাদাভাবে প্রবেশ করে যে ধরনের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে হবে সেগুলোর টগল বন্ধ করতে হবে। চাইলে অ্যাড টপিকস এবং সাইট সাজেস্টেড অ্যাডস অপশন থেকে বিজ্ঞাপন দেখানো বিভিন্ন ওয়েবসাইটের নাম ব্লক করা যাবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
বাংলাদেশের স্টার্টআপে জাপানকে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে চমৎকার কিছু স্টার্টআপ রয়েছে। এই খাতে তরুণরাই নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্যোগ এগিয়ে নিতে জাপানের বিনিয়োগকারীরা এগিয়ে আসতে পারেন বলে আশা ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্প্রতি বাংলাদেশে স্টার্টআপে বিনিয়োগের সুযোগ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জুনাইদ আহমেদ পলক।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, টোকিও, ইউনিডো আইটিপিও টোকিও এবং লিমিটেড যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বিগত বছরগুলোতে আইটি সেক্টরে বাংলাদেশের ব্যাপক উন্নতির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের উদীয়মান স্টার্টআপ খাতের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনার কথা উল্লেখ করে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে আইটি প্রফেশনালদের নিয়োগের অনুরোধ জানান।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সামি আহমেদ ‘বাংলাদেশে স্টার্টআপে বিনিয়োগের সুযোগ’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বাংলাদেশে স্টার্টআপে বিনিয়োগের ক্ষেত্রে দেওয়া সুযোগ-সুবিধা ও এ খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। দুটি বাংলাদেশি স্টার্টআপ-হিসাব (ফিনটেক) ও শেয়ারট্রিপ (ট্রাভেলটেক) তাদের কার্যক্রম তুলে ধরে।
এ সময় জাপানি কোম্পানি সাইফার কোর কোং লিমিটেডের স্বত্বাধিকারী মতোইউকি অদাচি বাংলাদেশে বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন।
জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো জাপানি কোম্পানির জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বিষয়ে উপস্থাপনা করেন। অন্যান্যদের মধ্যে ইউনিডো আইটিপিওর প্রধান ফুমিও আদাচি বক্তব্য রাখেন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) ড. আরিফুল হক বাংলাদেশ দূতাবাস কর্তৃক জাপানি বিনিয়োগকারীদের সহায়তার কথা উল্লেখ করেন।
ওয়েবিনারে বাংলাদেশ ও জাপানের ২০০ জন অংশ নেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
গুগলের ২৫তম জন্মদিন আজ

বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেলো। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।
এতে গুগলের শুরুটা হয়েছিল কীভাবে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল।
১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয় সার্চ ইঞ্জিন গুগলের। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে পাঁচশো কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।
গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম রাখা হয়েছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (Google) হয়ে যায়। ১৯৯৮ সালে গুগল এক লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এ ছাড়া প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি গুগল।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
যেসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়ায় এর ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলক অনেক বেশি।
তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ। স্যামসাং, সনি, মটোরোলা-এর অসংখ্য ফোন আছে এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ অ্যাপ-
স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।
এর আগে এ বছরে কয়েক দফায় পুরোনো অনেক ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে সংস্থাটি। মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে না।