Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

১১ জুনের মধ্যে হতে পারে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

Published

on

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

আগামী ১১ জুনের (রোববার) মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে গত ১৯ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে তিন সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

এর আগে ৪৪তম বিসিএসের প্রিলির ফল ২৫ দিনে প্রকাশ করা হয়েছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রিলির ফল প্রকাশের রেকর্ড। তবে ৪৫তম বিসিএসে এ রেকর্ডকেও ছাড়িয়ে যেতে চায় পিএসসি। সবচেয়ে কম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে চায় পিএসসি।

পিএসসির একজন সিনিয়র কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিট মূল্যায়নের কাজ শেষ হবে। আগামী ৯ জুনের মধ্যে ফল প্রকাশের কথা। তবে, আমরা ১১ জুন পর্যন্ত সময় ধার্য করেছি। সবকিছু ঠিক থাকলে ১১ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, এর আগের বিসিএসের প্রিলির ফল সর্বোচ্চ ২৮ দিনের মধ্যে প্রকাশ করা হয়েছে। এবারও এ দিনের মধ্যে প্রকাশ হবে বলে আশা করছি। সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। কবে ফল প্রকাশ করা হবে সেটি এ মুহূর্তে বলা সম্ভব না।

এর আগে গত ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৪৫তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

Published

on

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট হতে র‍্যালি শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে পুনরায় টেন্টে এসে সমাবেত হয়। এসময় প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা জন্মদিনের বিভিন্ন স্লোগান প্রদান করে।

ইবি ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকে আমাদের জাতির পিতার আমানত, পরপর তিনবার সফল নেত্রীর ৭৭ তম জন্মদিন। আমাদের আশ্রয়স্থল জননেনী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখতেন একইভাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে গর্ববোধ করি।

ইবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজকে গণতন্ত্রের মানসকন্যা, দুঃখী মানুষের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। তিনি ইতিমধ্যে দুঃখী মানুষের আশ্রয়ের স্থল হিসেবে, বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। নেত্রীর এই জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করছি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৭৫’ এর কালো ইতিহাসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই সাথে ছাত্রলীগ কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের অসহায় ও অস্বচ্ছল মানুষদের মাঝে খাবার বিতরণ, জন্মদিনের কেক কাটা ও মোনাজাত করা হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

বিশ্বের সেরা এক হাজারের তালিকায় বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

Published

on

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪’— এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয় ও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুকের (বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী, আন্তর্জাতিক স্টাফ ও আন্তর্জাতিক সহযোগিতা) ওপর নির্ভর করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

আর এই তালিকায় এ বছর সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।

তবে এবার সেরা ৮০০-এর মধ্যে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। অবশ্য সেরা ৮০০-এর মধ্যে আছে ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয়। যদিও গত বছর এই র‌্যাঙ্কিংয়ে ৬০১ থেকে ৮০০-এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।

অপরদিকে প্রতিবারের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই তালিকায় দ্বিতীয় থেকে দশমস্থানে যথাক্রমে রয়েছে— যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ইয়েল বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এ বছর ১০৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য যাছাই-বাছাই করে এ তালিকা তৈরি করা হয়েছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

Published

on

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি শাখা অপারেশন ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক লিমিটেড
পদের নাম: অপারেশন ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে ৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাধারণ ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক রিপোর্টিং, শাখা কমপ্লায়েন্স এবং অডিট সংক্রান্ত বিষয় ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজ করতে সক্ষম হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট
চাকরির ধরন: ফুল টাইম

আরও পড়ুন: পাইলটদের প্রশিক্ষণে বিনিয়োগ করবে এয়ার ইন্ডিয়া

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ০৫ অক্টোবর ২০২৩

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং তালিকায় দেশ সেরা ব্র্যাক ইউনিভার্সিটি

Published

on

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪ এ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান এবং বৈশ্বিকভাবে ৮০১-১০০০তম অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বুধবার (২৭ সেপ্টেম্বর) এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে। ২০২৪ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১০৮টি দেশ ও অঞ্চলের ১৯০৪টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে।

ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি সামগ্রিকভাবে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ইতিবাচক প্রভাবের গুণমানের সাক্ষ্য। গবেষণা মানের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৫৩৩তম অবস্থানে রয়েছে এবং সাইটেশন ইমপ্যাক্টে ব্র্যাক ইউনিভার্সিটি ৯৯.৮ স্কোর অর্জন করেছে যা এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার তাৎপর্যপূর্ণ প্রভাবেরই প্রতিচ্ছবি।

ব্র্যাক ইউনিভার্সিটি উচ্চশিক্ষার একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ।

তিনি বলেন, আমরা আমাদের শিক্ষা, গবেষণা, ইন্ডাস্ট্রি সম্পৃক্ততা এবং আন্তর্জাতিকীকরণের উন্নতির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের অর্জনসমূহ নিশ্চিত করার জন্য কাজ কাজ করে যাবো। আমরা এই লক্ষ্য অর্জনের জন্য বিশ্বের অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করে চলেছি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ে নেই ঢাবি-বুয়েট

Published

on

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ে নেই ঢাবি-বুয়েট

বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়েরও নাম। অথচ মর্যাদাপূর্ণ এ র‌্যাংকিং তালিকায় সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর করা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের তালিকায় এ চিত্র ফুটে উঠেছে।

সম্প্রতি প্রকাশিত এ তালিকায় ৮০০-এর পর দেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‌্যাংকিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে বাংলাদেশের ৪টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১০০১-১২০০-এর মধ্যে। ১২০১-১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২০২২ সালে টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে।

আরও পড়ুন: ঢাবির জহুরুল হক হল বিতর্কে চ্যাম্পিয়ন রোকেয়া হল

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‌্যাংকিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এবারের র‌্যাংকিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)।

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান তালিকার ২০১-২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ভারতের সেরা অন্যান্য বিশ্ববিদ্যালয় হলো- জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, আলাগাপ্পা ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

এ র‌্যাংকিং তালিকায় পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কায়েদ-এ-আজম ইউনিভার্সিটি, আবদুল ওয়ালী খান ইউনিভার্সিটি, এয়ার ইউনিভার্সিটি।

টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930