পুঁজিবাজার
শেয়ারবাজারে মূল্য সংশোধন
সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের সংশোধন হয়েছে। একই সঙ্গে আগের দিনের থেকে টাকার অংকে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৯ মে) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ডিএস-৩০ সূচক সমান ১ পয়েন্ট করে কমে যথাক্রমে ১৩৬৯ ও ২১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসি বেগমকে (সাধারন বিনিয়োগকারী) উপহার হিসেবে ৫ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করেন। বাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে তারা এ কাজ সম্পাদন করেন।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর মনসুরুজ্জামান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় লেনদেন ২২৬ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে ১৪৮ কোটি টাকা লেনদেন হয়েছিলো।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৮ ও ২১৩৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার বিক্রি করবে শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা কোম্পানি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো- ফকির নিটওয়্যার এবং জামান এগ্রো ফিশারিজ লিমিটেড।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটির করপোরেট পরিচালক ফকির নিটওয়্যারের হাতে কোম্পানিটির ৪ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৬৭টি শেয়ার আছে। এর মধ্যে ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে ফকির নিটওয়্যার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
এদিকে ব্যাংকটির আরেক উদ্যোক্তা কোম্পানি জামান এগ্রো ফিশারিজ লিমিটেডও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানিটির হাতে থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের ১ লাখ ৮ হাজার ১৫০টি শেয়ার বিক্রি করে দিবে।

চট্টগ্রাম স্টক একচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য পর্ষদ সভা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সম্প্রতি ঘোষিত ‘ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ড’ এর রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।
জানা যায়, বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে অনুমোদন পেয়েছে।
সূত্র মতে, আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্তর করা যাবে।

আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বাকি ১৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সামিন ফুড ও আরএন স্পিনিংয়ের একীভূত হওয়ার অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর.এন স্পিনিং মিলসের সাথে একীভূত হচ্ছে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয় কোম্পানির একীভূত হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে। এ বিষয়ে কোম্পানিটিকে হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
একীভূতকরণের নিয়মানুসারে, এখন থেকে সামিন ফুডের সব সম্পদের মালিক হবে আর.এন স্পিনিং মিলস। একইভাবে সামিন ফুডের সব দায়ও আর.এন স্পিনিংয়ের ওপর বর্তাবে।
এর আগে গত বছরের জানুয়ারি মাসে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। নিয়ম মতে, একীভূতকরণ স্কিমের অনুমতি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করা হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট কোম্পানি দুটির আবেদন অনুমোদন করে চূড়ান্ত রায় দেন। এ রায়ে একীভূতকরণের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়। হাইকোর্টের সম্মতির পাওয়ার পর এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি চেয়ে আবেদন করা হলে সম্প্রতি তাদেরকে অনুমতি দেয় বিএসইসি।
প্রসঙ্গত, কোম্পানি দুটির বিদ্যমান সব শেয়ার বাতিল বলে গণ্য হবে। আরএন স্পিনিংয়ের বিদ্যমান ৫ দশমিক ৫৯টি শেয়ারের বিপরীতে নতুন করে ১টি শেয়ার ইস্যু করা হবে।

অর্থসংবাদ/এমআই