গেল সপ্তাহে পুঁজিবাজারে ফিরেছে ১২ হাজার ২০০ কোটি টাকা

গেল সপ্তাহে পুঁজিবাজারে ফিরেছে ১২ হাজার ২০০ কোটি টাকা
পর পর দুই সপ্তাহ উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আগের সপ্তাহের মতো গত সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর সপ্তাহটিতে পুঁজিবাজারে ফিরেছে ১২ হাজার ২০০ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ কার্যদিবসে মোট ৫ হাজার ২৯৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৯১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৫৫ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৯৫৮ টাকা বা ২৪.৮৯ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৩৯ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকার।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৫৮ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯১৮ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৬৫৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৮৯ লাখ ৯৬ হাজার ৭৪০ টাকা কম হয়েছে।

এ সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩.৪৭ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১.২৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৭০ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৮২ পয়েন্ট বা ১.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫৮.৫২ পয়েন্টে এবং ১৭৪০.২৩ পয়েন্টে।

গেল সপ্তাহে ডিএসইতে মোট ৩৬০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৭টির বা ৬০.২৭ শতাংশের, কমেছে ১১৯টির বা ৩৩.০৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৬.৬৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৯৪১ কোটি ৯৭ লাখ ৬ হাজার টাকায়। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৭২ হাজার ৫৮৭ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১২ হাজার ২০০ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা বেড়েছে।

অপরদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৪ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮০২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৯ কোটি ২০ লাখ ০৫ হাজার ৮১৯ টাকা বা ৩৪.০৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৮.৫২ পয়েন্ট বা ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯৫.০৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১৯.৬৪ পয়েন্ট বা ১.৪১ শতাংশ, সিএসইর-৩০ সূচক ৯৪.৪৬ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ১২.৩৭ পয়েন্ট বা ১.২০ শতাংশ এবং সিএসআই ২০.৯৫ পয়েন্ট বা ২.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৬০২.৫৯ পয়েন্টে, ১২ হাজার ১১৯.৬৭ পয়েন্টে, ১০৪১.৯১ পয়েন্টে এবং ৯৪১.২৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৬১.৫৩ শতাংশের দর বেড়েছে, ৯৬টির বা ৩০.৭৬ শতাংশের কমেছে এবং ২৪টির বা ৭.৬৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ১৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকায়। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ০৩ হাজার ১৬৭ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ৮৪৬ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত