একদিনে হাজার কোটি ডলার সম্পদ হারালো বেহনা আহনোঁ

একদিনে হাজার কোটি ডলার সম্পদ হারালো বেহনা আহনোঁ
একদিনের ব্যবধানে হাজার কোটি ডলার লাপাত্তা বেহনা আহনোঁর। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চলমান অস্থিরতায় বিলাসবহুল পণ্যের চাহিদা হ্রাসের শঙ্কায় বড় অংকের ধাক্কা খেয়েছেন বিশ্বের এ শীর্ষ ধনী। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড এলভিএমএইচের প্রতিষ্ঠাতা আহনোঁ, যার মালিকানায় রয়েছে লুই ভিতোঁ, ক্রিস্টিয়ান ডিওরের মতো পণ্য। গত মঙ্গলবার প্যারিসের পুঁজিবাজারে এলভিএমএইচের শেয়ারদর পতন হয়েছে ৫ শতাংশ। এতে ইউরোপের বিলাসী পণ্য জায়ান্টটি ৩ হাজার কোটি ডলার বাজার মূলধন খুইয়েছে। এতে আহনোঁর ব্যক্তিগত সম্পদেও বড় অংকের পতন হয়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে বিশ্বের শীর্ষ ধনীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ কোটি ডলার। একদিনের ব্যবধানে তার সম্পদ কমেছে ১ হাজার ১২০ কোটি ডলার। উল্লেখ্য, ২০২৩ সালে আহনোঁর সম্পদ বেড়েছিল ২ হাজার ৯৫০ কোটি ডলার।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলোন মাস্কের সঙ্গে আহনোঁর সম্পদের ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কোটি ডলার।

বিলাসবহুল পণ্যের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাবক বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির হালচাল। চীনের কভিড-১৯ থেকে পুনরুদ্ধার প্রক্রিয়া চলতি বছরে এ বাজারে বড় ধাক্কা দিয়েছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে ভর করে চলতি বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছিল বিলাসী পণ্যের বাজার। কিন্তু যুক্তরাষ্ট্রের তিনটি আঞ্চলিক ব্যাংকের পতন ও আর্থিক খাতে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ অগ্রসর অর্থনীতিগুলোয়।

সংশ্লিষ্টরা বলছেন, সুপার রিচ বা অতিধনীরা যদিও বিলাসীপণ্য ক্রয় অব্যাহত রেখেছেন, নবীন ও উচ্চাকাঙ্ক্ষী মার্কিন ভোক্তারা জুতা, হ্যাট ও বেল্টের মতো ফ্যাশন পণ্য ক্রয় কমিয়ে দিয়েছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া