ক্যাম্পাস টু ক্যারিয়ার
জবি পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের সভাপতি তানজীদ, সম্পাদক রিনি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগ ডিবেটিং ক্লাবের (এসডিসি) ২০২৩-২৪ সেশনের জন্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ তানজীদ এবং সাধারণ সম্পাদক পদে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার রিনি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫মে) দুপুরে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে সহ-সভাপতি হিসেবে মো. আব্দুল্লাহ আল ইয়াছির, এস এম নাদিম মাহমুদ, তাহসিনা ফারিহা ওহী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফসা ইসলাম শ্রাবণী, নাঈম আহমেদ, হামিমুল হক শিহাব, সাংগঠনিক সম্পাদক পদে ফৌজিয়া আফিয়া জিনিয়া, মো. কামরুজ্জামান শানিল, অর্থ সম্পাদক পদে মুসলিমা মেহজাবিন মুফতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিফাত চৌধুরী সজল, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল কাদের টুটুল, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে আহসানুল বারী নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. সোহেল রানা,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক পদে সুরাইয়া আক্তার রুপালি, কার্যনির্বাহী সদস্য পদে মাশফুকুর রহমান, মো. মাশহুরুর রহমান, মো. রিফাতুল ইসলাম মাসুম, মোসাদ্দেক হোসেন, সুপ্রিয়া সাহা, জনি চন্দ্র পাল, মো. সাজিদ আকরাম সৌরভ নির্বাচিত হয়েছেন।
এবিষয়ে স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহমুদ তানজীদ বলেন, “দায়িত্ব একটা দায়বদ্ধতা, বিভাগের সকলকে নিয়ে ভালো মানের জাতীয় বিতার্কিক গড়ে তোলার চেষ্টা করবো। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বাইরে পরিসংখ্যান বিতর্ক ক্লাবকে একটি অনন্য মাত্রার ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাবো।”
উল্লেখ্য, ২০২৩-২৪ সেশনের জন্যে ক্লাব মডারেটর হিসেবে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া উপদেষ্টামণ্ডলী হিসেবে অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ তারেক, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক মানসুরা বেগম, সহকারী অধ্যাপক শাহ্জাদী আইরিন, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন, সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ সাকিব, প্রভাষক সালমা আক্তার রয়েছেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরে নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
অন্যবারের মত এবারও পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। প্রকাশিত রুটির অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষাগুলো সাধারণত রোব বা বৃহস্পতিবার শুরু হয়। দীর্ঘ অনেক বছর ধরে এ প্র্যাকটিস হয়ে আসছে। সে হিসেবে ১৭ আগস্ট বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব করা হয়েছে। একই তারিখে সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও শুরু হবে।
বোর্ডের কর্মকর্তারা জানান, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতো। এ সময়সূচিতে বাধা আসে ২০২০ সালে করোনাভাইরাসের কারণে। করোনার কারণে আগের পরীক্ষা সূচি এলোমেলো হয়ে যায়। ২০২১ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয় ডিসেম্বর মাসের ২ তারিখ এবং ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। পিছিয়ে যাওয়া এই পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেওয়া হবে। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এক মাস পিছিয়ে এখন আগস্টের মাঝামাঝি নেওয়া হবে বলে জানান বোর্ড কর্মকর্তারা।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
টেন্ডার-চাষাবাদে অভিযুক্ত জবির সেই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শারীরচর্চা শিক্ষা কেন্দ্রে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের (কাজী মনির) এর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে “টেন্ডার-চাষাবাদের মজেছেন জবি কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক এর আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুসারে, বিশ্ববিদ্যালয়ের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম এবং সদস্য হিসেবে আছেন শিক্ষক সমিতির সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল হক। বিষয়টির সত্যতা যাচাই করে অতি দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ, অভিযুক্ত আব্দুল কাদের ওরফে কাজী মনির বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার। এই পদের প্রভাব ও ক্ষমতা দেখিয়ে নানা অপকর্মে লিপ্ত তিনি। ক্ষমতা প্রভাব খাটিয়ে সবার অগোচরেই বসিয়েছেন লক্ষ টাকা ব্যায়ে পানির পাম্প। এছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গাছ চুরি, পুকুরে চুরি করে মাছ চাষ, সদরঘাটে বাস ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা বিতর্কিত কাজের অভিযোগ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
স্নাতক পাশে চাকরি দিবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেডে ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড
পদের নাম: ব্র্যান্ড ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১০-১৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫-৪০ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, পাবনা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জুন ২০২৩
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
জবি অধ্যাপককে পেটানো সেই চেয়ারম্যান বহিষ্কার

খুলনার কয়রার উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলামেকে অবরুদ্ধ ও মারধরের মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মাহমুদকে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা জেলার কয়রা উপজেলাধীন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক সংঘটিত কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ – এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংগঠিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যাপক পদে নিয়োগ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। নিয়োগে মাদ্রাসা কমিটির সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ না দেওয়ায় অধ্যাপক মোহাম্মদ নজরুল অসলামকে আটকে রেখে মারধর করে চেয়ারম্যান ও তার সহযোগীরা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৯০ হাজার টাকা বেতনে মার্কিন দূতাবাসে চাকরি

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ভাউচার এক্সামিনার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভাউচার এক্সামিনিং, অ্যাকাউন্টিং বা এ–সংক্রান্ত কোনো আর্থিক কাজে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে। ইংরেজি ভাষায় লেভেল থ্রি দক্ষতা থাকতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪৫ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯০ হাজার টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
যেভাবে আবেদন করা যাবে-
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৩।
অর্থসংবাদ/এস.ইউ