জবি পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের সভাপতি তানজীদ, সম্পাদক রিনি

জবি পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের সভাপতি তানজীদ, সম্পাদক রিনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগ ডিবেটিং ক্লাবের (এসডিসি) ২০২৩-২৪ সেশনের জন্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ তানজীদ এবং সাধারণ সম্পাদক পদে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার রিনি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫মে) দুপুরে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে সহ-সভাপতি হিসেবে মো. আব্দুল্লাহ আল ইয়াছির, এস এম নাদিম মাহমুদ, তাহসিনা ফারিহা ওহী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফসা ইসলাম শ্রাবণী, নাঈম আহমেদ, হামিমুল হক শিহাব, সাংগঠনিক সম্পাদক পদে ফৌজিয়া আফিয়া জিনিয়া, মো. কামরুজ্জামান শানিল, অর্থ সম্পাদক পদে মুসলিমা মেহজাবিন মুফতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিফাত চৌধুরী সজল, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল কাদের টুটুল, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে আহসানুল বারী নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. সোহেল রানা,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক পদে সুরাইয়া আক্তার রুপালি, কার্যনির্বাহী সদস্য পদে মাশফুকুর রহমান, মো. মাশহুরুর রহমান, মো. রিফাতুল ইসলাম মাসুম, মোসাদ্দেক হোসেন, সুপ্রিয়া সাহা, জনি চন্দ্র পাল, মো. সাজিদ আকরাম সৌরভ নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহমুদ তানজীদ বলেন, "দায়িত্ব একটা দায়বদ্ধতা, বিভাগের সকলকে নিয়ে ভালো মানের জাতীয় বিতার্কিক গড়ে তোলার চেষ্টা করবো। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বাইরে পরিসংখ্যান বিতর্ক ক্লাবকে একটি অনন্য মাত্রার ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাবো।"

উল্লেখ্য, ২০২৩-২৪ সেশনের জন্যে ক্লাব মডারেটর হিসেবে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া উপদেষ্টামণ্ডলী হিসেবে অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ তারেক, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক মানসুরা বেগম, সহকারী অধ্যাপক শাহ্জাদী আইরিন, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন, সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ সাকিব, প্রভাষক সালমা আক্তার রয়েছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি