খেলাধুলা
আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছেন পাপন

২০২১ সালে দুবাইয়ে বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখেছিলেন নাজমুল হাসান পাপন। এবারের আসরের ফাইনালেও গ্যালারিতে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি।
এবারের আসরে ফাইনালের আগে আরও একটি ম্যাচ বাকি। শুক্রবার (২৬ মে) দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। যে দল জিতবে, তারা ২৮ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে। ওই ম্যাচে উপস্থিত থাকবেন পাপন।
পাপনের আইপিএল ফাইনালে উপস্থিত থাকার বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। এশিয়া কাপের আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতিরা আইপিএল ফাইনাল দেখতে আহমেদাবাদ আসবেন।’
এবারের এশিয়া কাপের স্বাগতিক দেশ পাকিস্তান। তারা স্বাগতিক হওয়ায় ভারত সেখানে গিয়ে খেলতে নারাজ। বিকল্প ভেন্যু হলে টিম ইন্ডিয়া খেলবে বলে জানিয়েছে। এসব নিয়ে আইপিএল ফাইনাল শেষে জয় শাহ এশিয়ার দেশগুলোর বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনা করবেন। এ সম্পর্কে বিসিসিআই সদস্য সচিব বলেন, ‘আমরা তাদের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলাপ করব।’
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলাধুলা
বার্সেলোনা নয়, ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি

বার্সেলোনা সমর্থকদের স্বপ্ন চূর্ণ করে ইন্টার মায়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনার জন্য অপেক্ষা করেও সুফল পাননি তিনি।
এমনকি সৌদি আরবের ক্লাব আল-হিলালের বছরে ১৪ হাজার কোটি টাকার প্রস্তাবেও সম্মত হননি মেসি। শেষ পর্যন্ত তার গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তিতে অর্থের পরিমাণ আল-হিলালের প্রস্তাবের ধারে কাছেও নেই।
কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গেলে তিনি পাবেন আরো অন্যান্য সুবিধা। মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবরটি চাউর করেছে বিবিসি। বার্সেলোনার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত তিনি। তাই নিজের পরবর্তী গন্তব্য ঠিক করে নিলেন দ্রুতই।
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসি পাবেন অ্যাডিডাস এবং অ্যাপলের মতো বিশ্ববিখ্যাত এবং অন্যতম শীর্ষ ধনী দুই কোম্পানির সঙ্গে কাজের সুযোগ। যা মায়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও অব্যাহত থাকবে।
মূলত বার্সেলোনার মেসিকে ফেরানো নিয়ে গড়িমসিতে বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন মেসি, এমনটাই বলছে বিবিসি। সেইসঙ্গে মেসি-রোনালদোকে একই লিগে আবারো দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না কোটি ভক্তের।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট। টেস্টের এই আদি ফরম্যাটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি ক্রিকেট পরাশক্তি দুই দল ভারত-অস্ট্রেলিয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। ইংল্যান্ডের দ্য ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট শিরোপা জিততে চায় ভারত।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
ভারত অস্ট্রেলিয়ার টেস্ট শ্রেষ্ঠত্বের ভাগ্য নির্ধারণ আজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ মুখোমুখি লড়াই করবে সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার বিকাল সাড়ে ৩টায় লন্ডনের ওভালে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেরা দুই দলের এই লড়াইয়ে কে হবেন চ্যাম্পিয়ন। ভারতের আধিনায়ক রোহিত শর্মা নাকি অজি অধিনায়ক প্যাট কামিন্স।
শুধুই কি তাই, যে দল জিতবে আগামী দু’বছরের জন্য টেস্ট শ্রেষ্ঠত্বের সঙ্গে পাবে ১৬ লাখ ডলার প্রাইজমানি। পুরো ফাইনালের দামই যে আড়াই মিলিয়ন ডলার।
২০২১ এ যে চেষ্টায় ব্যর্থ ভারত, দুই বছর পর সেখান থেকেই আবারও নতুন দিনের আশা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালেও ভারত আছে, বদলেছে শুধু প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের জায়গায় অস্ট্রেলিয়া। ভেন্যু হিসেবেও সেই ইংল্যান্ড। সাউদাম্পটনের পরিবর্তে এবার খেলা লন্ডনের ওভালে।
গত ১০ বছর ধরে আইসিসির বৈশ্বিক আসর জিততে না পারার আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ রাহুল দ্রাবিড়ের দলের। সমানে সমান দুই দল। র্যাঙ্কিয়ের যেমন শীর্ষ দুই তেমনি দুই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা পথেও সমানে সমান।
তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেশে আর বিদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিরাট, রোহিত, রবীন্দ্র জাদেজাদের। সেরা দলের লড়াইয়ে জিততে চায় দুই দলই।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমি ম্যাচ জিততে চাই। চাই যত বেশি সম্ভব চ্যাম্পিয়নশিপ বা ট্রফি জিততে। সে জন্যই খেলা। তবে তার মানে এই নয় যে সেকথা ভেবে নিজেদের উপর বেশি চাপ দেব।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, এটা ফাইনাল। চাপ অবশ্যই থাকবে। যে জিতবে তারা যোগ্য দল। গত দু’বছর বিশ্বজুড়ে আমরা যে পরিশ্রম করেছি তার প্রতিফলন পাব যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি।
লন্ডনে গ্রীষ্মের শুরু। আবহাওয়ার কারণে বাধাগ্রস্থ দু’দলের অনুশীলন। ফাইনালের আগের দিন ভারতের মাত্র চারজন অনুশীলন করেছেন।
দুদলই ব্যস্ত ছক কষতে, একাদশ সাজাতে। সিরাজ, শামি, উমেশ যাদবের সঙ্গে চতুর্থ পেসার খেলাবে কিনা সেটাই রাহুল দ্রাবিড়রে চিন্তা। স্পিনে রবীন্দ্র জাদেজার পার্টনার রবীচন্দ্রন অশ্বীন অথবা অক্ষর প্যাটেলের কেউ হবেন কিনা সেটাও প্রশ্ন।
ইনজুরি ভাবাচ্ছে কোচকে। অধিনায়ক রোহিত শর্মা, ঈশান কিষান, চেতেশ্বর পূজারা আঘাত পেয়েছেন অনুশীলনে।
অস্ট্রেলিয় শিবিরে বড় ধাক্কা জস হ্যাজেলউডের ছিটকে যাওয়া। তবে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের মত অভিজ্ঞদের শেষ সুযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার।
বড় শক্তি হয়ে অজি শিবিরে যোগ দিচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের হয়ে তিনবারের অ্যাশেজজয়ী কোচকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
যে দল জিতবে আগামী দু’বছরের জন্য টেস্ট শ্রেষ্ঠত্ব সঙ্গে পাবে ১৬ লাখ ডলার প্রাইজমানি। পুরো ফাইনালের দামই যে আড়াই মিলিয়ন ডলার।
অর্থসংবাদ/এস.ইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
আল হিলালকে ১ বছর অপেক্ষা করতে বললেন মেসি

বার্সেলোনা, নাকি আল হিলাল—লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে গত কিছুদিনে এ দুই ক্লাবের নাম হাজারবার উচ্চারিত হয়েছে। তবে মেসিকে যদি প্রশ্ন করা হয় তিনি কী চান, সম্ভবত বার্সায় ফেরার কথাই বলবেন। কারণ, এই দলটার সঙ্গে যে তাঁর সম্পর্কটা বেশ গভীর।
তবে মেসির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে গোলডটকম জানায়, আল হিলালের কর্মকর্তাদের মেসি জানিয়েছেন, তিনি সৌদি আরবে যেতে চান এক বছর পর। মেসির এমন প্রস্তাবে বিস্মিত সৌদি কর্তৃপক্ষ। তারা বলে এক বছর পেছালে প্রস্তাবটা আর এখনকার মতো ৫০ কোটি ইউরো থাকবে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
আর্জেন্টিনা ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটেই

এশিয়া সফরে আসছে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। ১৫ জুন বেইজিংয়ে তাদের সফরের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দাম ধরা হয় আকাশছোঁয়া। যা নিয়ে চীনে হয় প্রবল সমালোচনা।
অনেকেই ধারণা করেছিলেন, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচটির টিকিট বিক্রিতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হবে আয়োজকদের। বাস্তবে দেখা গেলো তার উল্টো চিত্র। প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর সেগুলো শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই! আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে এই খবর।
যদিও প্রথম পর্যায়ে ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে, সেটি নির্দিষ্ট করে বলেনি ‘টিওয়াইসি স্পোর্টস’। তবে বোঝাই যাচ্ছে, বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
বেইজিংয়ে এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৮২ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার টাকা)। এমন উচ্চমূল্যের পরও টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় এই ম্যাচের টিকিট ছাড়া হবে।