পুঁজিবাজার
শেয়ার ও বন্ডে বিনিয়োগে ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের নির্দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের প্রভিশন সংরক্ষণ হবে পুরনো নিয়মেই, কোন পরিবর্তন নেই। এখন শুধুমাত্র প্রভিশন সংরক্ষনের হিসাবে যুক্ত হলো মিউচ্যুয়াল ফান্ড ও পারপেচ্যুয়াল বন্ড। যেহেতু খুব শিগগিরই পারপেচ্যুয়াল বন্ড সহ সরকারি সিকিউরিটিজ লেনদেন শুরু হবে, তাই ব্যাংকগুলোকে সুর্নিদিষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে বিবেচ্য মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের সারেন্ডার প্রাইস (সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে ইউনিট ফেরত দেওয়ার মূল্য) গড় ক্রয় মূল্য অপেক্ষা কম হলে, গড় ক্রয় মূল্য ও সারেন্ডার প্রাইসের পার্থক্যের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। এসব নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রভিশন সংরক্ষণ করতে হবে এবং প্রভিশন সংরক্ষণের তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।
এ নির্দেশনা জারির পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে এবিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসংবাদকে বলেন, প্রভিশন সংরক্ষনের হিসাব বা নিয়ম আগের নিয়মেই হবে, যেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে। এখন শুধু যুক্ত হলো মিউচ্যুয়াল ফান্ড ও পারপেচ্যুয়াল বন্ড, যা আগে ছিলনা। যেহেতু বাজারে খুব শিগগিরই পারপেচ্যুয়াল বন্ড সহ সরকারি সিকিউরিটিজ লেনদেন শুরু হবে। তাই ব্যাংকগুলোকে সুর্নিদিষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়ে ভালো কাজ করেছে। ব্যাংকগুলো কিভাবে বন্ডের প্রভিশন সংরক্ষন করবে তা নিয়ে আর কোন সংশয়ের অবকাশ থাকলোনা।
এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ হিসাবে স্থিতিপত্রের বিভিন্ন দফার মধ্যে সরকারি সিকিউরিটিজ বাদে অন্যান্য সিকিউরিটিজের ক্ষেত্রে সর্বশেষ বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে কম হলে ক্রয়মূল্য ও সর্বশেষ বাজারমূল্যের পার্থক্যের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। দামের এই পার্থক্যকে বিনিয়োগের মূল্য কমার ক্ষতি হিসেবে চিহ্নিত করতে হবে। তালিকাভুক্ত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ড বা কোন তহবিলের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য।

এছাড়া ইক্যুইটি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ড বা তালিকাভুক্ত কোন তহবিলের প্রতি ক্ষেত্রে আলাদাভাবে প্রভিশন সংরক্ষণ করা যাবে। অ-তালিকাভুক্ত ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিটির মোট মূল্য কমলে ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের আনুপাতিক হারে হ্রাসকৃত মূল্যের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। বিনিয়োগকৃত কোম্পানিটির অস্তিত্ব না থাকলে, কার্যক্রম বন্ধ হয়ে গেলে বা দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত না হলে বিনিয়োগের সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, নন-কনভার্টিবল কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী ব্যাংকের প্রাপ্য নির্ধারিত সুদ, মুনাফা বা নগদ লভ্যাংশ পাওয়া না গেলে প্রথম বছর শেষে আসল পরিমাণের উপর ২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। দ্বিতীয় বছরের জন্য অতিরিক্ত ২৫ শতাংশ এবং তিন বছর লভ্যাংশ অপরিশোধিত থাকলে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৮৬টি কোম্পানির সর্বমোট ৮৮ লাখ ১০ হাজার ৩৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ২২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৭ জুন) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রামীণফোনের ৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, লুব-রেফ বিডি, অলিম্পিক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সর্বোচ্চ দরপতন সিমটেক্স ইন্ডাস্ট্রিজের

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সীমটেক্স ইন্ডান্ট্রিজ লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৭ জুন) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ কমেছে। ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি-কোম্পানি। এদিন কোম্পানিটির ২ দশমিক ৩৬ শতাংশ শেয়ার দর কমেছে। আর ১ দশমিক ৩২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেকিট বেনকিজার লিমিটেড।
সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- হাওয়া ওয়েল টেক্সটাইল, অ্যারামিট সিমেন্ট, মাইডাস ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, আর্গন ডেনিমস, খান ব্রাদার্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এস.ইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে মতে, বুধবার (৭ জুন) কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ তালিকার তৃতীয় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও, সোলালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় উঠে এসেছে।
অর্থসংবাদ/এস.ইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮২ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৭ জুন) কোম্পানিটির ৪৭ লাখ ১৬ হাজার ৮৫৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৮ কোটি ০২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের এদিন ২৮ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
শেয়ারবাজারে উত্থান, কমলো লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার (৭ জুন) ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৭৮২ কোটি ০৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।