ট্রান্স সিলভার রুট পারমিট বাতিল

ট্রান্স সিলভার রুট পারমিট বাতিল
ঢাকা নগর পরিবহনের ২১ নম্বর রুটে চলাচলকারী ট্রান্স সিলভা’র অনুমতি বাতিল করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

মঙ্গলবার (৯ মে) ঢাকা বাস রুট র‍্যাশনালাইজেশন কমিটির ২৭তম সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলত এই বাস। এখন থেকে এই রুটে নগর পরিবহনে শুধুমাত্র বিআরটিসি’র বাস চলবে।

২১ নম্বর রুটটি হলো- যাত্রাপথ- ঘাটারচর-মোহাম্মদপুর-জিগাতলা- প্রেসক্লাব-মতিঝিল-যাত্রাবাড়ী-কাঁচপুর।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, ‘২১ নম্বর যাত্রাপথে ট্রান্সসিলভা পুরোপুরি ব্যর্থ হওয়ায় তাদের সব অনুমতি বাতিল করছি। এই রুটে এখন শুধুমাত্র বিআরটিসির বাস চলবে ও বাস বাড়ানো হবে। ঢাকা নগর পরিবহনে যুক্ত থাকা তাদের সব বাস জব্দ করে এই রুটে চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে ২৬ নম্বর যাত্রাপথের মত ২১ নম্বর যাত্রাপথও শুধুমাত্র বিআরটিসির বাস দ্বারা পরিচালিত হবে। ঢাকা নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলেছে। এ বছরের মধ্যে ঢাকা নগর পরিবহনে ১০০টি বাস যুক্ত হবে।’

অন্যদিকে নতুন রুটের বিনিয়োগকারী সম্পর্কে দক্ষিণের মেয়র তাপস বলেন, ‘নতুন বিনিয়োগকারী নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। তবে পুরাতন বিনিয়োগকারীরা যুক্ত হতে নতুন বাস নিয়ে আসতে পারবে।’

বাস শ্রমিকদের শৃঙ্খলায় আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে মন্তব্য করে মেয়র বলেন, ‘নির্ধারিত বেতন দিয়ে শ্রমিকদের নিয়োগ দিতে হবে। কারণ বেতন ছাড়া চললে অতিরিক্ত কাজ করে আয়ের জন্যে সে জীবন দিচ্ছে। সেজন্য নির্ধারিত বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে শ্রমিকদের। এজন্য শ্রমিক প্রতিনিধিরাও রয়েছেন আমাদের কমিটিতে।’

এ সময় উপস্থিত ছিলেন- বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ পরিবহন মালিক সমিতি’র সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রাজধানীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে যেসব সড়ক
শনিবার রাজধানীর মার্কেট বন্ধ যেসব এলাকায়
শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
রাজধানীতে আজ যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
গুলিস্তানে বাসে আগুন
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ শনিবার
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার