হুডি ৪৫ হাজার, জ্যাকেট ২ লাখ, আরিয়ান ব্র্যান্ডের দাম নিয়ে যা বললেন শাহরুখ

হুডি ৪৫ হাজার, জ্যাকেট ২ লাখ, আরিয়ান ব্র্যান্ডের দাম নিয়ে যা বললেন শাহরুখ
ছেলে আরিয়ানের পোশাকের দাম নিয়ে প্রথমবার মুখ খুললেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি টুইটারে একটি 'আস্ক মি অ্যানিথিং' সেশনে হাজির ছিলেন অভিনেতা। এই ব্র্যান্ডটি বাজারে আসার পর থেকেই মানুষ এই ব্র্যান্ডের দাম 'হাস্যকরভাবে ব্যয়বহুল’ বলে মন্তব্য করছিলেন। সেই বিষয়েই এক ভক্ত শাহরুখকে লিখেছেন, ‘এই ডিয়াভোল এক্সের জ্যাকেট একটু ১০০০ থেকে ২০০০-এর মধ্যে বানিয়ে দিতে পারে তো! না হলে জ্যাকেট কিনতে তো আমাকে আমার বাড়ি বিক্রি করে দিতে হবে।’ এই টুইটের উত্তর দেন শাহরুখ।

তিনি লিখেছেন, 'এই ডি'ইয়াভোল জেড-এর লোকজন আমাকেও ডিসকাউন্টে বিক্রি করছে না। আমাকে কিছু করতে হবে!’ গত বছর নিজের ভদকার ব্র্যান্ড লঞ্চ করেন আরিয়ান। এরপর গত মাসেই পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান খান। এই ব্র্যান্ডের বিজ্ঞাপন শ্যুটের মাধ্যমেই পরিচালক হিসাবে ডেবিউ করেন শাহরুখ পুত্র। এই ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপন ভিডিওতে ছেলের পরিচালনাতেই দেখা যায় কিংখানকে।

বাবার সঙ্গে কাজ করা প্রসঙ্গে আরিয়ান এক সংবাদমাধ্যমে বলেন, ‘বাবার সাথে কাজ করা কখনোই চ্যালেঞ্জিং নয়। কারণ নিজের অভিজ্ঞতা এবং ডেডিকেশনের মাধ্যমে সে সেট-এ সকলের কাজ সহজ করে দেন তিনি। এ ছাড়া তিনি সমস্ত নব্য শিল্পীদের স্বচ্ছন্দ বোধ করাতে পারেন এবং প্রত্যেকের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। ও যখন সেটে থাকে, আমি সবসময় বাড়তি মনোযোগ দিতে চাই, যাতে আমি যা শিখতে পারি, তা মিস না করে ফেলি।’

যদিও আরিয়ান এবং শাহরুখ কয়েক দিন ধরে এই লঞ্চ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, তবে সোশ্যাল মিডিয়ার একটি অংশ এই ব্যান্ডের আকাশছোঁয়া দাম নিয়ে হতাশ ছিল। ইনস্টাগ্রামের ফ্যাশন অ্যাকাউন্ট ডায়েট সব্য অনুযায়ী, প্রিন্টেড ডিজাইনের একটি সাদা টি-শার্টের দাম ২৪,৪০০ টাকা (ভারতীয় রুপি)। আরিয়ানের ওয়েবসাইটে একটি কালো হুডির দাম ছিল ভারতীয় মুদ্রায় ৪৫,৫০০, আর একটি জ্যাকেটের দাম ২ লাখ টাকারও বেশি।

২৫ বছর বয়সী আরিয়ান শাহরুখ-গৌরীর প্রথম সন্তান। তার বোন সুহানা খান এবং ভাই আব্রাম খান। গত বছর ব্যবসার জগতে পা রেখেই আরিয়ান ঘোষণা করেন তার আসন্ন পোশাকের লাইনের কথা। এর আগে ভারতে প্রথম নিজের স্পিরিট ব্র্যান্ড লঞ্চ করেন তিনি। এ ছাড়া পরিচালক ও লেখক হিসেবে তার প্রথম ছবি 'পদ্মাবত' নিয়ে কাজ করছেন তিনি। তার মা-বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এই ছবির প্রযোজনা করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে