‘এম ইজি’ চালু করল এমটিবি

‘এম ইজি’ চালু করল এমটিবি
শীর্ষ স্থানীয় বৈশ্বিক ফিনটেক কোম্পানি আই-এক্সিড টেকনোলজি সলিউশনের সঙ্গে যৌথভাবে ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং সেবা ‘এম ইজি’ চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি বলছে, ‘এম ইজি’ একটি সম্পূর্ণ ডিজিটাইজড সেবা, যা গ্রাহকদের দেবে খুব সহজ, উন্নত এবং ঝামেলামুক্ত ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা। গ্রাহকরা এখন থেকে এমটিবি ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকবান্ধব ‘এম ইজি’ সেবা ব্যবহার করে তাদের সুবিধামতো যেকোনো স্থান থেকে খুব স্বাচ্ছন্দ্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে আই-এক্সিড টেকনোলজি সলিউশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুন্দরারাজন এস ছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, চিফ ডিজিটাল অফিসার শ্যামল বরণ দাশ এবং গ্রুফ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খান উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি