অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা করলে যা হয়, জানালেন সানা

অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা করলে যা হয়, জানালেন সানা
সাবেক বলিউড অভিনেত্রী ও ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান ২০২০ সালের অক্টোবরে ধর্মের টানে বিনোদন দুনিয়া ছাড়েন। সেই বছরই নভেম্বরে গুজরাটের মৌলানা মুফতি আনাস সাইদকে বিয়ে করেন তিনি। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মা হতে চলেছেন।

স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে, প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন সানা। এর মধ্যে সংযমের মাস রমজান শুরু হয়ে যায়। সানা অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা করেন। ইসলাম ধর্মমতে, গর্ভাবস্থায় রোজা পালন করলে তা দুজনের জন্যই ধরা হয়ে থাকে। তাই হবু সন্তানের জন্য রোজা রাখতে পেরে খুশি তিনি।

সানা বলেন, এ বছর রোজাটা নিজেই করতে চেয়েছিলাম। আমাকে বলা হয় যে, অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা করলে তা হবু সন্তানের নামেও হয়। ৩০টি রোজ আসলে তখন ৬০ টির সমান।

সাবেক এই অভিনেত্রী আরও বলেন, প্রথমে এই অবস্থায় রোজা করতে একটু ভয় পেয়েছিলাম ঠিকই। কিন্তু, সবটা একেবারে নির্বিঘ্নে হয়ে গিয়েছে।

রমজান মানেই শুধু নতুন জামাকাপড় পরা বা রোজা রাখা আর তা ভেঙে ভালোমন্দ খাওয়াদাওয়া নয় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ঈদ মানে কুরআন পড়া, আল্লাহর ইবাদত করা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে