লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। সব মূল্যসূচকের সঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।


ডিএসই তথ্য অনুযায়ী, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৮ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৮ দশমিক ৫৮ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ৩ দশমিক ৯২ পয়েন্ট।

সূচকের পতনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। গেল সপ্তাহের চার কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৭৩৩ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি ০৩ লাখ ৩৩ হাজার ৭২৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৯৯৬ টাকা।

সূচক ও লেনদেন কমলেও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৪৩১ টাকায়।

সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে ৪০১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৩৭টির শেয়ারদরই ছিল। দর কমেছে ৪০টির, বিপরীতে ৯১ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এছাড়াও ৩৩ কোম্পানি গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। এক সপ্তাহে কোম্পানিটির ১২৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার। আর চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩২ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ দরপতন হওয়া শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত