আইআইএবি’র সেমিনার অনুষ্ঠিত

আইআইএবি’র সেমিনার অনুষ্ঠিত
দ্যা ইন্সটিটিউট অফ ইন্টারনাল অডিটরস বাংলাদেশের (আইআইএবি) আয়োজনে 'ইন্টারনাল অডিটরস রোল ইন রিস্ক বেসড অডিটিং এন্ড ফ্রড ইনভেস্টিগেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) ঢাকার কাকরাইলের অডিট ভবনে সেমিনারটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের ১৫০ জনেরও বেশি পেশাদার এবং আইআইএবি, আইসিএবি, এসিসিএ, আইসিএমএবি ও আইএসএসিএর সদস্যরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে আইআইএ ইন্ডিয়ার সাবেক সভাপতি কৃষ্ণস্বামী বিদ্যাধরন (এফসিএ) বর্তমান সভাপতি উমা প্রকাশ (এফসিএ, সিএফই) মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অন্যদের মধ্যে আইআইএ বাংলাদেশের সাবেক সভাপতি রায়হান শামসি (এফসিএ), আইআইএ বাংলাদেশের সভাপতি অজিত কুমার পাল (এফসিএ), আইআইএ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি অমিতাভ সাহা, আইআইএ বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইএ, সিআইএসএ, সিআইএসএম) সেমিনারে উপস্থিত ছিলেন।

এছাড়া সেমিনারে আইআইএ বাংলাদেশের সাবেক সভাপতি খোন্দকার আতিক-ই রব্বানী (এফসিএ), ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল সাহা (এফসিএ) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সিওও মো. মনোয়ার হোসেন (এফসিএ, এফসিএমএ, সিআইএসএ, এফসিএস, সিআইপিএফএ ইউকে) আলোচনায় অংশ নেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন