পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আধিপত্য ছিল ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে প্রধান শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, হাক্কানি পাল্প,ফাইন ফুডস, সমতা লেদার, রংপুর ডেইরি (আরডি ফুড), জিকিউ বলপেন এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।
জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারদর পাঁচ কার্যদিবসে ২৯ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ৫ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ।
দর বৃদ্ধি তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে, সমতা লেদারের ৯ দশমিক ৪৬ শতাংশ, রংপুর ডেইরির ৯ দশমিক ০৫ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ৬৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫ দশমিক ৬৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৫ দশমিক ৬২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে ৭৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৯৪ টি কোম্পানির সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৪২ হাজার ৪১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৪ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জুন) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। আর ৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমেটেড।
এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, লুব-রেফ বিডি, অলিম্পিক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।
অর্থসংবাদ/এসইউ

অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জুন) কোম্পানিটির ৩২ লাখ ৮৩ হাজার ৯৬৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৩ কোটি ৯৭ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪২ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মাসিউটিক্যালস, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্ট, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এসইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

বিনিয়োগকারীদের কাছে সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর, ২০২২) লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সর্বোচ্চ দরপতনে ন্যাশনাল টি

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জুন) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২৯ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। এদিন কোম্পানিটির ৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর কমেছে। আর ৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার প্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্স ৫ দশমিক ১৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৪ দশমিক ৯৭ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ৪ দশমিক ৪২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৪ দশমিক ২৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৩ দশমিক ৮৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৩ দশমিক ৬৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৩ দশমিক ৬২ শতাংশ শেয়ার দর কমেছে।
অর্থসংবাদ/এসইউ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জুন) কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৯ টাক ৭ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্যা কোম্পানিগুলো ইয়াকিন পলিমার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স,ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড আজ ডিএসইতে দৃর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
অর্থসংবাদ/এস.ইউ