করোনাপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে কৃষি

করোনাপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে কৃষি
করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের অর্থনীতি। রফতানিমুখী পোশাকসহ দেশের প্রায় সব শিল্পই কম বেশি বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যসংশ্লিষ্ট শিল্প। গতকাল এক ওয়েবিনারে এ মত প্রকাশ করেছেন বক্তারা।

গতকাল ২৯ আগষ্ট সন্ধ্যা ৭টায় কৃষি খাতের উদ্যোক্তাদের কভিড-১৯-পরবর্তী চ্যালেঞ্জ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। ‘পোস্ট কভিড-১৯: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন এগ্রো বেজড ইন্ডাস্ট্রি (সাব-এপিসোড-১)’ শীর্ষক ওয়েবিনারটি যৌথভাবে আয়োজক ছিল ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিআইএফবি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সিসিআইএফবির সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সঞ্চালনায় ওয়েবিনারের সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইএসডিপি) প্রকল্প পরিচালক একেএম হাফিজুল্লাহ খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইমেরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল।

আলোচক হিসেবে ওয়েবিনারে অংশ নেন এসিআই এগ্রিবিজনেসের এমডি ও সিইও ড. ফা হ আনসারী, প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, ইস্পাহানি এগ্রো লিমিটেডের পরিচালক ফৌজিয়া ইয়াসমিন, কার্নেল ফাউন্ডেশন অ্যান্ড ফরমার কনসালট্যান্ট অব ওয়ার্ল্ড ব্যাংক এবং এফএওর চেয়ারম্যান মো. সালেহ আহমেদ, রবি আজিয়াটা লিমিটেডের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) ড. আসিফ নাঈমুর রশিদ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফিলিপাইনের সাবেক পরামর্শক ড. মাহফুজউদ্দিন আহমেদ, ইউএনসিডিএফের কান্ট্রি প্রজেক্ট ডিরেক্টর মো. আশরাফুল আলম এবং বিজনেস ফিন্যান্স ফর সাউথ এশিয়ার পরিচালক এরিক ফ্যাযোল। আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন সিসিআইএফবির পলিসি অ্যাডভোকেসি সাব-কমিটির চেয়ারম্যান শাহ সৈয়দ কামাল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা