কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ৮ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারা অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং ৮টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
আউটলেটগুলো হচ্ছে- আবু তাহের মেটাল ওয়ার্কস- খাইয়ারা বাজার, ফেনী, আলিফ এন্টারপ্রাইজ- রাজা রাস্তার মাথা বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম, মেসার্স ফাতেমা ফার্মেসী- গুদারা ঘাট বাজার, চাঁদপুর, মেসার্স সামিয়া কম্পিউটার আইটি, চতুরবাড়ীয়া বাজার, মাগুরা, এন আর এস এন্টারপ্রাইজ, ভারড়া বাজার, টাঙ্গাইল, আল আমিন জুয়েলার্স, মিতালি বাজার, লক্ষীপুর, পাল বাউন্ডারী নেট ফ্যাক্টরী ,বাকড়া বাজার, যশোর, ইউনাইটেড ট্রেডিং, বেলাব বাজার, নরসিংদী।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
পূবালী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি

সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস (পাই) এবং ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং ডাচ- বাংলা ব্যাংক লিমিটেডের ভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ ইমরান কাদের।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আবেদুর রহমান শিকদারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বগুড়ায় বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন

বাংলাদেশের স্বনামধন্য প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিকস নিত্যব্যবহার্য প্লাস্টিক গৃহসামগ্রী ও প্লাস্টিক ফার্নিচার দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে বগুড়ার কালিতলা বেঙ্গল এক্সক্লুসিভ শপের ১১৫ তম শোরুমের যাত্রা শুরু করেছে।
বেঙ্গল পলিমার ওয়্যারস্ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, ডি জি এম (মার্কেটিং) জোহেব আহমেদ, ডি জি এম (ফার্নিচার) হারুন অর রশিদ, ডি জি এম (হাউসওয়্যার্) ফজলে রাব্বী নতুন এই এক্সক্লুসিভ শপটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় অতিথি সুলতান মাহমুদ খান রনি (প্রচার ও প্রকাশনা সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ, সাবেক প্যানেল চেয়ারম্যান বগুড়া জেলা পরিষদ) এবং স্থানীয় পরিবেশক রাশেদুল
ইসলাম ও বগুড়া শহরের স্থানীয় ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের খায়রুল ইসলাম।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বাংলাদেশ ফাইন্যান্স ও প্রাভা হেলথের মধ্যে স্ট্রাটেজিক পার্টনারশিপ

বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে স্ট্রাটেজিক পার্টনারশিপ করেছে প্রাভা হেলথ। বুধবার (৭ জুন) বিকেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিজেদের সেবার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির গ্রুপ এইচআর হেড আহসানুজ্জামান সুজন এবং ওয়েলথ ম্যানেজমেন্ট হেড আবু ওবায়েদ।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্সের সবাই অভিজ্ঞ ডাক্তারী পরামর্শ, ল্যাব এবং ইমেজিং টেস্ট, কোভিড-১৯ টেস্ট, ভিটামিন ডি টেস্ট, নারীদের জন্য গাইনি পরামর্শ, সুন্দর ত্বক ও চুলের জন্য ডার্মাটোলজিস্টের সাথে কনসালটেশন, মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে মেন্টাল ওয়েলবিয়িং সেশন, ড্রাগ স্ক্রিনিং টেস্ট, ওয়েটলস প্যাকেজসহ অন্যান্য সকল সেবা পাবেন প্রাভা হেলথ থেকে। অন্যদিকে প্রাভা হেলথকে বিভিন্ন আর্থিক সহযোগিতা দিবে বাংলাদেশ ফাইন্যান্স।
অনুষ্ঠানে প্রাভা হেলথের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলসের মো. সাফায়াত আলী চয়ন ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. রোকনুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আশিকুর রহমানসহ প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ ও অন্যান্য সদস্যবৃন্দ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের প্রাইমপে পরিষেবা নেবে শান্তা হোল্ডিংস

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেডের ডিজিটার পেমেন্ট প্ল্যাটফরম প্রাইমপে’র পরিষেবা নেবে শীর্ষ স্থানীয় আবাসন কোম্পানি শান্তা হোল্ডিংস লিমিটেড। এর আওতায় যে কোনো জায়গা থেকে যে কোনো সময় সকল ধরনের করপোরেট পেমেন্ট ও এমআইএস পরিশোধ করতে পারবে শান্তা হোল্ডিংস।
এ বিষয়ে আজ বুধবার (৭জুন) শান্তা হোল্ডিংস লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক (গ্রুপ ফাইন্যান্স) মোঃ আনিসুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।