Connect with us

পুঁজিবাজার

সপ্তাহজুড়ে আগ্রহের শীর্ষে আলহাজ টেক্সটাইল

Published

on

চার্টার্ড লাইফ

বিদায়ী সপ্তাহে (১২ মার্চ-১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

সাপ্তাহিক দর বৃদ্বির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ৩৮ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইউনিলিভার কনজিউমার কেয়ার, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, ন্যাশনাল ফিড মিল, এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড ও ফাইন ফুডস লিমিটেড।

আলোচিত সপ্তাহে মোট পাঁচ কর্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৪১টির, আর অপরিবর্তিত ছিল ২২২টির।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

Published

on

চার্টার্ড লাইফ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৩ দশমিক ১২ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৮৮ শতাংশ। আর ২ দশমিক ৫১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, রেনউইক যজ্ঞেশ্বর, লিগ্যাসি ফুটওয়্যার, আরডি ফুড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে সী পার্ল

Published

on

চার্টার্ড লাইফ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ মার্চ) কোম্পানিটির ৪৮ লাখ ৮৯ হাজার ৪০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৪ কোটি ৯৯ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হচ্ছে- এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, বেঙ্গল উন্ডস্বর এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

শেয়ারবাজারে পতন, লেনদেন ১৪ কার্যদিবসের সর্বনিম্ন

Avatar of ওয়ালিদ সাকিব, অর্থসংবাদ.কম

Published

on

চার্টার্ড লাইফ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। একই সঙ্গে গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স আজ ৩ দশমিক ১৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে।

এছাড়াও ডিএসই এস ২ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএস ৩০ ১ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে।

সূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৩৪ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ৫১ কোম্পানির, বিপরীতে ৩৫ কোম্পানির শেয়ারদর কমেছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ

Published

on

চার্টার্ড লাইফ

পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশের উভয় বাজারে লেনদেন হবে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সোমবার (২০ মার্চ) বিএসইসি সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই চলবে লেনদেন বলে জানানো হয়েছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

শেয়ার অধিগ্রহণে ইজিএম করবে সী পার্ল

Published

on

চার্টার্ড লাইফ

শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করেছে কোম্পানিটি। আগামী ২৯ এপ্রিল কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সোমবার (২০ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে।

শামীম এন্টারপ্রইজ আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত একটি আন্তর্জাতিক মানের নির্মাণ সংস্থা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু অধিদপ্তর, এডিবি, আইডিএ, ওয়ার্ল্ড ব্যাংক, এস এফ ডি, ও এফ আইডি, কে এফ ডাব্লিউ, জিওবি অধীনস্থ বিভিন্ন মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করে আসছে। এছাড়া, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন, উড়ালসেতু, আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল, আন্তর্জাতিক মানের হাসপাতালসহ বিভিন্ন মেগা প্রকল্পে নির্মাণ সম্পন্ন করেছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
চার্টার্ড লাইফ
পুঁজিবাজার10 mins ago

দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

চার্টার্ড লাইফ
পুঁজিবাজার22 mins ago

লেনদেনের শীর্ষে সী পার্ল

চার্টার্ড লাইফ
পুঁজিবাজার49 mins ago

শেয়ারবাজারে পতন, লেনদেন ১৪ কার্যদিবসের সর্বনিম্ন

চার্টার্ড লাইফ
পুঁজিবাজার1 hour ago

রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ

চার্টার্ড লাইফ
আন্তর্জাতিক1 hour ago

পতনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের আরও ২০০ ব্যাংক

চার্টার্ড লাইফ
কর্পোরেট সংবাদ2 hours ago

সাউথইস্ট ব্যাংককে পুরস্কৃত করল ঢাকা ওয়াসা

চার্টার্ড লাইফ
জাতীয়2 hours ago

ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা সংশোধন

চার্টার্ড লাইফ
জাতীয়2 hours ago

পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর

চার্টার্ড লাইফ
পুঁজিবাজার2 hours ago

শেয়ার অধিগ্রহণে ইজিএম করবে সী পার্ল

চার্টার্ড লাইফ
পুঁজিবাজার3 hours ago

দুই কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

Advertisement
Advertisement
March 2023
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031