পুঁজিবাজার
সপ্তাহজুড়ে পতন, লেনদেনের সঙ্গে কমেছে বাজার মূলধন
বিদায়ী সপ্তাহে (১২ মার্চ-১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার ৯৪০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার টাকার বা ১ দশমিক ৭৪ শতাংশ লেনদেন কমেছে।
লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে ৩ হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ ০৩ হাজার ৭৪ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ ০৪ হাজার ১৬ টাকায়।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ৮ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা ০ দশমিক ৪০ শতাংশ।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২২২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৪১ কোম্পানির শেয়ারদর।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে টাকার অংকে বেড়েছে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ মার্চ) ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২৪টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই কোম্পানির লেনদেন চালু আগামীকাল

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (২২ মার্চ) শেয়ার লেনদেন চালু পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।
কোম্পানি দু’টি হচ্ছে- আইপিডিসি ফাইন্যান্স এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, এর আগে কোম্পানি দু’টি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। গতকাল সোমবার কোম্পানি দু’টির স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আবারও ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী

রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ১২ তম বার্ষিক সাধারণ সভায় তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।
রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া লিমিটেডের একজন পরিচালক। তিনি ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল এবং কলাম্বিয়া বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এডুকেশন কোর্স সম্পন্ন করেছেন।
একজন শিল্পোদ্যোক্তা হিসেবে রোমানা রউফ চৌধুরী ২৫ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন এবং খাদ্য, রিটেইল এবং স্থাপত্যের মতো বিভিন্ন ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তিনি সি ন্যাচারাল ফুড লিমিটেড, সি ফিশার্স লিমিটেড এবং সি রিসোর্সেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি র্যাংগস গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পরিচালক।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ডিবিএইচ ফিন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফিন্যান্স পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ মার্চ, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে যমুনা অয়েল

গত ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
অর্থসংবাদ/এসএম