গত বছর দ্বিগুণ বেতন নিয়েছেন বিপির সিইও

গত বছর দ্বিগুণ বেতন নিয়েছেন বিপির সিইও
যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি জায়ান্ট বিপির (সাবেক ব্রিটিশ পেট্রোলিয়াম) শীর্ষ নির্বাহী গত বছর ১০ মিলিয়ন বা ১ কোটি পাউন্ড বেতন নিয়েছেন। জ্বালানি মূল্যের উর্ধ্বগতিতে রেকর্ড মুনাফা করেছে বিপির মতো জ্বালানি জায়ান্টগুলো। এতে দ্বিগুণের বেশি বেতন ঘরে তুলেছেন বিপির সিইও বার্নার্ড লুনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিপির শীর্ষ নির্বাহী বেতন নিয়েছিলেন ৪৪ লাখ ৬০ হাজার ডলার। অপর জ্বালানি জায়ান্ট শেলের সাবেক শীর্ষ নির্বাহী বেন ভন বুর্দে গত বছর বেতন নিয়েছেন ৯৭ লাখ পাউন্ড। যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। এতে ফুলে ফেপে উঠেছে জ্বালানি জায়ান্টদের আয়। যুক্তরাজ্য যখন চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাচ্ছে তখন ব্রিটিশ জ্বালানি কোম্পানির রেকর্ড মুনাফা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠেছে।

এদিকে বিপি সিইওর চোখ যে বেশ আগে থেকেই মুনাফায় ছিল তার এক মন্তব্যে তা স্পষ্ট। ২০২১ সালের শেষের দিকে এক মন্তব্যে লুনি বলেছিলেন, জ্বালানি তেল ও গ্যাসের উচ্চমূল্য বিপিকে ‘ক্যাশ মেশিনে’ পরিণত করবে। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে লুনির এ পূর্বাভাস বাস্তবে রূপ নিয়েছে। ২০২২ সালে বিপির আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭০ কোটি ডলার বা ২ হাজার ৩০০ কোটি পাউন্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া