টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ আনছে ফেসবুক

টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ আনছে ফেসবুক
নতুন টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ নিয়ে কাজ করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এই অ্যাপটি ইলন মাস্কের টুইটারের প্রতিদ্বন্দী হয়ে উঠবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

মেটার এই নতুন অ্যাপটির কোডনেম পি৯২। ইনস্টাগ্রাম থেকেই লগইন করা যাবে অ্যাপটিতে। মূলত কমবয়সী ব্যবহারকারীদের টার্গেট করে নতুন অ্যাপটি আনতে চাইছে মেটা ইনকর্পোরেশন।

মেটার একজন মুখপাত্র শুক্রবার (১০ মার্চ) সিএনবিসিকে বলেন, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে। জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের আপডেটগুলো আলাদা করে শেয়ার করতে পারবেন। আমরা বিশ্বাস করি এতে ব্যবহারকারীদের নতুন এক ধরনের সুযোগ তৈরি হবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম মেটার নতুন অ্যাপ। ফলে একই ধরণের অ্যাপ নিয়ে মেটা কাজ করার ঘোষণা দেওয়ায় দুই টেক জায়ান্টের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করছেন টেক বিশেষজ্ঞরা।

এদিকে কস্ট-কাটিংয়ের কারণে নানা ধরণের সমস্যায় রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার। মূলত এই সুযোগটিই নিতে যাচ্ছে মেটা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়