ইংরেজি বিভাগের পুনর্মিলনী উৎসবে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়

ইংরেজি বিভাগের পুনর্মিলনী উৎসবে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের গেট-টুগেদার ও বার্ষিক সাধারণ সভাসহ (এজিএম) নানা আয়োজনের মধ্য দিয়ে পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় সমাবেত হয়।

ইংরেজি অ্যালামনাই এসোসিয়েশনের (ইবি) সভাপতি সাইদ এ. কে. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী, ইংরেজি বিভাগের সর্বজ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ইংরেজি বিভাগ সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ইংরেজি বিভাগের অ্যালামনাই যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। উত্তরোত্তর যত শিক্ষার্থীরা আসবেন ইংরেজি বিভাগ আরও সমৃদ্ধ হবে। সমাজে ও দেশে-বিদেশে আমাদের দেশকে প্রশংসিত করবে এবং সাফল্য কামনা করি।

উল্লেখ্য, সভা শেষে অতিথিবৃন্দদের স্মারক প্রাদন করা হয়। শেষ পর্বে সকলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা উপভোগ করেন।

অর্থসংবাদ/সাকিব আসলাম/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি