গতি ফিরছে লেনদেনে, বাজার মূলধন বাড়ল আড়াই হাজার কোটি টাকা

গতি ফিরছে লেনদেনে, বাজার মূলধন বাড়ল আড়াই হাজার কোটি টাকা
দেশের শেয়ারবাজারে লেনদেনে গতি ফিরছে। বিদায়ী সপ্তাহে (৫-০৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫৭২ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪৭৬ কোটি ০৯ লাখ ৬৯ হাজার ৫১৮ টাকা।

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪৬ দশমিক ৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ‘ডিএস ৩০’ সূচকে ১০ দশমিক ৬৮ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৫ দশমিক ০৪ পয়েন্ট যোগ হয়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন ৪৪ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চার কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকার শেয়ার ও ইউনিট।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৫টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ২৩টির। বিপরীতে ১৩৫ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। চার কার্যদিবসে কোম্পানিটির ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২২ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত