বেঙ্গল গ্রুপের নারী দিবস উদযাপন

বেঙ্গল গ্রুপের নারী দিবস উদযাপন
প্রতি বছরের মতো এই বছরেও নারীদের সম্মানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের “বেঙ্গল ইন্সপায়ারস উইমেন প্ল্যাটফর্ম”।

বুধবার (৮ মার্চ) ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে বেঙ্গল গ্রুপ নারী সহকর্মীদের নিয়ে ‘Embrace Equity’ শিরোনামে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই প্ল্যাটফর্মটি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে বেঙ্গল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের নারী কর্মীরা কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন করেন। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আরিফা কবির, বেঙ্গল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান হাসান তৈয়ব ইমাম, বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড ও বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. আমির দাউদ, মার্কেটিং বিভাগের ডিজিএম জোহেব আহমেদ, এমপ্লয়ি রিলেশনস অ্যান্ড কালচারের ডেপুটি ম্যানেজার তাসনিম ফাতেমা ও বিভিন্ন বিভাগীয় প্রধান ।

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আরিফা কবির বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও সব ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বেঙ্গল গ্রুপ। যা নারীদের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, বেঙ্গল গ্রুপে নারীদের কাজের সুন্দর পরিবেশ রয়েছে। এখানে নারীরা খুব স্বাধীনভাবে কাজ করেন। নারীদের সুযোগ-সুবিধার দিকে অনেক গুরুত্ব দেয় বেঙ্গল গ্রুপ কর্তৃপক্ষ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বেঙ্গল গ্রুপের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ সিনথিয়া, এক্সিকিউটিভ মাশরুফা, অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ সুমাইয়া হাসান কথা এবং কানিজ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন