বিশ্বব্যাংকের প্রধান পদে যুক্তরাষ্ট্রের প্রার্থীকে চ্যালেঞ্জ করবে রাশিয়া

বিশ্বব্যাংকের প্রধান পদে যুক্তরাষ্ট্রের প্রার্থীকে চ্যালেঞ্জ করবে রাশিয়া

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পেয়েছেন অজয় বাঙ্গা। তবে এ মনোনয়ন চ্যালেঞ্জ করবে রাশিয়া।


রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, মস্কোর এ ঘোষণায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনপ্রক্রিয়া একটু জটিল হয়ে গেল।


গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বলা হয়,, যুক্তরাষ্ট্রের মনোনীত প্রার্থীর বিপরীতে অন্য কাউকে এ পদে দেখতে চায় মস্কো। তাই জন্য মিত্রদের সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা।


ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়া ও বেলারুশ থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক। তবে রাশিয়া এখনো সংস্থাটির ভোটিং সদস্য।


রাশিয়া ও সিরিয়ার প্রতিনিধিত্বকারী বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর রোমান মারশাভিন বলেছেন, সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরিতে আলোচনা এখনো চলছে। মস্কো থেকেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


রাশিয়ার এ চ্যালেঞ্জকে চলমান ভূরাজনৈতিক টানাপড়েনের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।


এদিকে মনোনয়ন পাওয়ার পর অনেকটাই এগিয়ে গেছেন অজয় বাঙ্গা। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সমর্থনও পেয়েছেন তিনি। ভারত, কেনিয়া ও ঘানার পর তাকে সমর্থন করেছে ফ্রান্স ও জার্মানি। সবশেষ গতকাল তাকে সমর্থন করেছে বাংলাদেশও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া