অন্যান্য
নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ জুন, ২০২২ সমাপ্ত সমায়ে ফার্মা এইডস ৫০ শতাংশ এবং সামিট অ্যালায়েন্স ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য
রমজানে সুস্থ থাকার উপায়

রমজানে সুস্থ থাকার উপায়
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
আমদানি করলে গরুর মাংসের দাম কমবে: এফবিসিসিআই সভাপতি

আমদানি করলে গরুর মাংসের দাম কমবে বলে জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, বাজার পরিস্থিতি, ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআই হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা আইন মেনে ব্যবসা করবো। সরকার আইন তৈরি করলে তার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকা উচিৎ। ভোজ্যতেল, খেজুর, তেল, চিনিসহ ৬ ধরণের পণ্য সর্বোচ্চ মজুদ রয়েছে। চিনিও ব্যাপক মজুদ রয়েছে। এসব পণ্যে রমজানে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, সরকার সিরিয়াস মনিটরিংয়ের মধ্যে আছে। কোন বাজারে বেশি মূল্য রাখা হলেই সরকার বাজার কমিটি বাতিল করবে। একই সাথে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করবে সরকার। আমরা চাই না রোজায় দাম বেশি নেওয়ার কারণে কেন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক।
তাই সবাই সক্রিয় ও সহনশীল থাকবো। দুবাইতে গরুর মাংস ৫০০ টাকা। আমাদের দেশে সেই দাম ৮০০ টাকা। তাহলে আমাদের উচিৎ আমদানি করা। আমদানি করলে মাংসের দাম অনেক কম পড়বে।
ব্যবসায়ীদের বেশি মুনাফা না করার আহ্বান জানিয়ে মো. জসিম উদ্দিন বলেন, আপনাদের সমস্যা থাকতে পারে, তবে সমস্যাটি আমাদের জানাবেন। আমাদের সেলে জানান আমরা সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের টিমও বাজার মনিটরিং এ থাকবে। বাজারে খেজুর চাহিদার তুলনায় বেশি আছে। বাজারে চাহিদার পর্যাপ্ত রয়েছে ছোলা, পামওয়েল, সয়াবিনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এছাড়া রমজানে ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে এফবিসিসিআই সভাপতি অনুরোধ জানান। তিনি বলেন, রমজানে ধর্মীয় অনুভূতির ব্যাপার রয়েছে। তাই আপনারা বাজারে কোনো অস্থিরতা তৈরি করবেন না। অন্তত রমজান মাসে আপনারা সহযোগিতা করবেন।
এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
বাংলাদেশ বিমানের সার্ভার হ্যাক, বিপুল পরিমাণ অর্থ দাবি

হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচদিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশের মেইল সার্ভার র্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়। র্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সার্ভারটি ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে ১০ দিন সময় বেধে দিয়েছে হ্যাকাররা। বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।
জানা গেছে, সার্ভার হ্যাক হওয়ায় প্রতিষ্ঠানটির নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
যেভাবে ‘পালঙ্কী’ থেকে নাম বদলে ‘কক্সবাজার’

ডুলহাজারা অর্থ হাজার পালঙ্কী। মুঘলদের পরে ত্রিপুরা, আরকান তারপর পর্তুগিজ ও ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। আর কক্সবাজার নামটি আসে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। তার আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কী।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
ব্র্যাক ব্যাংক ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

অনলাইনে কেনাকাটায় পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য কোম্পানি এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
চুক্তি অনুযায়ী, এসকোয়্যার ইলেকট্রনিক্সের গ্রাহকেরা এখন ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহার করে কোম্পানির ওয়েবসাইটের (https://www.esquireelectronicsltd.com) মাধ্যমে ইলেকট্রনিক পণ্য কেনার সময় স্বাচ্ছন্দ্যময় অনলাইন পেমেন্টের অভিজ্ঞতা উপভোগ করবেন। ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম এসকোয়্যার ইলেকট্রনিক্সের সাথে যুক্ত হওয়ায় পেমেন্ট নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক হবে।
গত ৭ মার্চ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং এসকোয়্যার ইলেকট্রনিক্সের ডিরেক্টর আজমান আরিফ রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, মার্চেন্ট অ্যাকোয়্যারিংয়ের সিনিয়র ম্যানেজার মানস বনিক, হেড অব অ্যালায়েন্সেজ আশরাফুল আলম এবং এসকোয়্যার ইলেকট্রনিক্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মন্জুরুল করিম ও ম্যানেজার হাসিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এসএম