ক্যাম্পাস টু ক্যারিয়ার
অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী পার্বণে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে অর্থনীতি বিভাগের উদ্যোগে টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ পুর্নমিলনীর আলোচনা সভায় আহবায়ক অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, অর্থনীতি বিভাগ চক্ষুষ্মান মানুষ তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এমন কোনো জায়গা নাই যেখানে অর্থনীতি অনুপ্রবেশ নাই। একটি দেশ কিংবা পুরো বিশ্বের মূল চাবিকাঠি হচ্ছে অর্থনীতি। আমার দৃঢ়বিশ্বাস শিক্ষায়, প্রশাসনে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জায়গাটায় আমাদের অর্থনীতি বিভাগের অ্যালামনাইরা অবদান রাখবে। আর এই প্লাটফর্মটা নিজ বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের অনুজদের জন্যও তৈরি করে দিবে।
এ পুর্নমিলনী নিয়ে অনুভূতি জানতে চাওয়া হলে ২০০২-০৩ শিক্ষাবর্ষের আজিম বলেন, ২০১৮ সালে সমাবর্তনে এসেছিলাম ওই সময় অনেক ভালো লেগেছিল। তারপর যখন শুনি পুর্নমিলনী হবে এ কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। তারপর রেজিস্ট্রেশন করে ফেললাম। আজ সেই মাহেন্দ্র দিন, খুবই ভালো লাগছে! উপভোগ করছি। সিনিয়র, জুনিয়র, বন্ধু সকলের সাথে দেখা হচ্ছে। এ অন্যরকম অনুভূতি। আশা করি আজকের দিন অনেক ভালো কাটবে।
এর আগে আনন্দ র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানের আকর্ষনীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এসময় সহস্রধিক আ্যালানাই’সহ বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে ছিল স্মৃতি ডাইরি লেখা, লাটারি’সহ ইত্যাদি। এর আগে গত ৩রা ফেব্রুয়ারি মীর মোশাররফ ভবন প্রাঙ্গণে বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এসময় রংবেরঙের মুখরোচক পিঠায় এ্যালামনাইরা গল্প গুজবে মেতে উঠছিল। বহুদিন পরে পুরনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়ে অনেকে স্মৃতি কাতর হয়েছিলেন।
অর্থসংবাদ/সাকিব/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
কুবির আবৃত্তি সংগঠন অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্রের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রফিক উদ্দিনকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মুহম্মদ হাবিবুর রহমান কমিটি ঘোষণা করেন।
এতে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, সংগঠনের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত অনিক।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আল মামুন ও সাদিয়া সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন শারমিন মেঘলা, নাফিসা সুলতানা ঐশি, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রুবাইয়াত তাজবীন, পাঠচক্র সম্পাদক হিসেবে আছেন ওয়াফা আক্তার রিমু, অর্থ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক হিসেবে আছেন সৈয়দা রাইসা তাসনীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন লায়লা পারভীন, যোগাযোগ সম্পাদক হিসেবে আছেন জাওয়াদ উর রাকিন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন মো. আতিকুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিন, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক হিসেবে আছেন ফাহমিদা সুলতানা ও আপ্যায়ন সম্পাদক হিসেবে আছেন আমেনা আক্তার। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. সাইদুল হাসান, তানিয়া আক্তার, হেদায়েতুল ইসলাম নাবিদ, মেহেরুন নেছা, রুমা রাণী দেব শর্মা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
রমজান ও ঈদে প্রাথমিকের ছুটি নিয়ে সিদ্ধান্ত জানাল সংসদীয় কমিটি

রমজান ও ঈদে ছুটির বিষয়ে পুণরায় সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে না। আগের ঘোষণা অনুযায়ী ৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।
বুধবার (২২ মার্চ) মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) এই সভা করে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি।
সভা সূত্রে জানা গেছে, করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ১৫ রোজা পর্যন্ত রমজান ও ঈদুল ফিতরের ছুটি আগেই নির্ধারণ করে শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্রবার শুরু হতে পারে রমজান মাস। বছরের শুরুতেই স্কুলগুলোর ছুটির তালিকা অনুমোদন করা হয়। সে অনুযায়ী পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ইস্টার সানডে, বৈসাবি, নববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া সরকারি-বেসরকারি কলেজ, আলিয়া মাদরাসা ও টিটি (টিচার্স ট্রেনিং) কলেজেও একই সময়ে ছুটির ঘোষণা রয়েছে মন্ত্রণালয়ের।
তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা ভিন্ন। তারা পবিত্র রমজান, ইস্টার সানডে, চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ‘সামাজিক বিজ্ঞান গবেষণা’ বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘সামাজিক বিজ্ঞান গবেষণার ল্যান্ডস্কেপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১০৫ নং কক্ষে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ মতিউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আলাল উদ্দিন ও মো. রুহুল আমিন।
কর্মশালায় রিসোর্স পার্সন অধ্যাপক ড. শেখ মতিউর রহমান সামাজিক বিজ্ঞান গবেষণার কৌশল এবং পদ্ধতির উপর বিস্তৃত আলোচনা করেন। এতে বিভাগের স্নাতকোত্তরে অধ্যায়নরত অন্তত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে আইটি সোসাইটির ৪ দিনব্যাপী কর্মশালা ও নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনব্যাপী সি প্রোগ্রামিং, কম্পিউটার মৌলিক বিষয়ের উপর কর্মশালা ও নবীনদের বরণ করেছে ইসলামিক ইউনিভার্সিটি আইটি সোসাইটি।
বুধবার (২২ মার্চ) দুপুর ১ টার দিকে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় ৩৩৫ নং সেন্ট্রাল ল্যাব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাফসান আরা ঝুমা ও সোহানুর রহমান সোহানের সঞ্চলনায় নবীন সদস্যদের বরণ করা হয় এবং বিদায়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইটি সোসাইটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পরিচালক আইআইইআর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান ও আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপ-রেজিস্ট্রার ড. মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ইসলাম মৌ’সহ সামি আল সাদ আওন, অর্ণব হাসান, নওশীন পরিনী সুম্মা, আস্তিক রায়, সুমনা খাতুন, মো. মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, মোতালেব বিশ্বাস লিখন, ফরিদুজ্জামান সুমন, নুসরাত ইমরোজ, মেহেদী হাসান মুন, খান তাকি বিন করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রশিক্ষণার্থী ও নবীন শিক্ষার্থীবৃন্দ।
এসময় অধ্যাপক ড.সাইদ মাকসুদুর রহমান বলেন, ‘বর্তমান যুগ আইটির যুগ।’ বর্তমানে নবীন শিক্ষার্থীরা একটা ফিল্ড পেয়েছো যা অতীতে ছিল না। বর্তমান সমাজ ব্যবস্থায় টিকে থাকার জন্য আমাদের আইটি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাই নবীন সদস্যদেরকে আইটির সকল উপাদান সম্পর্কে জানতে হবে। স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আইটির জ্ঞান অনেক মূল্যবান।
উল্লেখ্য, ১৯-২২ মার্চ পর্যন্ত সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলামের পরিচালনায় তিনদিন প্রায় শতাধিক শিক্ষার্থীদের সি প্রোগ্রামিংয়ের উপর এবং একদিন কম্পিউটার মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ দেন। ইবি আইটি সোসাইটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
রমজানে মাসজুড়ে মাধ্যমিক স্কুল-কলেজ ছুটি

এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। ফলে রমজানে ১৫ দিন ক্লাস চলবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।
মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুলে শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। এই সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ রয়েছে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল, তা ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ৭ এপ্রিল থেকে প্রাথমিকে ছুটি শুরু হবে।
এই মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না।
প্রাথমিক ও মাধ্যমিকের এই ছুটির ভিন্নতার বিষয়ে জানতে চাইলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘ দিন ধরেই চলছে। এটা এই মন্ত্রণালয়ের প্র্যাকটিস। ’
অর্থসংবাদ/এসএম