অ্যামাজনের বিক্রি হয়েছে ১৫ হাজার কোটি ডলার

অ্যামাজনের বিক্রি হয়েছে ১৫ হাজার কোটি ডলার
চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা অ্যামাজন। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ১৪ হাজার ৯২০ কোটি ডলার, যা ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। বছরের ছুটির মৌসুমে বিক্রি চাঙ্গা হলেও পরিচালন ব্যয় বৃদ্ধিতে মার্কিন ই-কমার্স জায়ান্টটির মুনাফা কমেছে। খবর এপি।

বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যামাজনের মুনাফা হয়েছে ৩০ কোটি ডলার, যা ২০২১ সালের একই প্রান্তিকের ১ হাজার ৪৩০ কোটি ডলারের চেয়ে অনেক কম। অবশ্য স্টার্টআপ রিভিয়ান অটোমোটিভ থেকেই তখন অ্যামাজনের মুনাফা হয়েছিল ১ হাজার ২০০ কোটি ডলার।

তবে মুনাফা কমলেও সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠানটির সার্বিক আয় বেড়েছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে অ্যামাজনের আয় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২০ কোটি ডলার। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল যেখানে ১৪ কোটি ৫৭ লাখ ডলার। চলতি প্রান্তিকে ১২ হাজার ১০০ কোটি থেকে ১২ হাজার ৬০০ কোটি ডলার আয়ের প্রত্যাশা অ্যামাজনের। বিশ্লেষকদের প্রত্যাশা তা ১২ হাজার ৫০০ কোটি ডলার হতে পারে।

২০২২ সাল ভালো যায়নি অ্যামাজনের। গত বছর তাদের শেয়ারের মূল্য প্রায় অর্ধেক কমে গেছে। ফলে তাদের মোট লোকসান হয়েছে ২৭০ কোটি ডলার। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি, সুদের হারে তারতম্যসহ আনুষঙ্গিক বিভিন্ন কারণে এমনটা হয়েছে বলে জানান গ্লোবালডাটার ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডার্স। রিভিয়ান অটোমোটিভে বিনিয়োগও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।

উচ্চমূল্যস্ফীতি ও ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ক্রেতারা তাদের ব্যয় সংকোচন করেছে। কম দামি দ্রব্যের প্রতি তাদের ঝোঁক বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নভেম্বর থেকে কমেছে খুচরা বিক্রয়। ডিসেম্বরে খুচরা বিক্রয় কমেছে ১ দশমিক ১ শতাংশ। ফলে অ্যামাজনের অনলাইনভিত্তিক বিক্রয় কমেছে ২ শতাংশ। অন্যান্য খুচরা বিক্রেতাদের মতো অ্যামাজনও ছুটির দিনগুলোয় মূল্যছাড়ের ঘোষণা দিয়েছিল। এতে নভেম্বরে তাদের খুচরা বিক্রয় বেড়ে সর্বোচ্চে পৌঁছেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া