ডিসেম্বরেও লক্ষ্য অর্জন হয়নি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে

ডিসেম্বরেও লক্ষ্য অর্জন হয়নি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে
ডিসেম্বর মাসেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ১৪ দশমিক ১০ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল গত জুলাইতে। গত ছয় মাসের কোনোটিতেই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ব্যাংকখাত। সর্বশেষ গত ডিসেম্বর মাসে এই খাতের ঋণ প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৮৯ শতাংশ।

ব্যাংকখাত সংশ্লিষ্টদের মতে, করোনা পরবর্তীসময়ে ঋণের চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগ করছেন। আবার ডলারের দাম বাড়ার কারণে বেশি ঋণের প্রয়োজন হচ্ছে। এ কারণে নভেম্বর মাসে কিছুটা বেড়েছে ঋণ প্রবৃদ্ধি।

২০২২ এর ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়ায় ১৪ লাখ ২৬ হাজার ১৩৪ কোটি টাকা। এ মাসে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ২০২১ সালের একই সময়ের (ডিসেম্বর) তুলনায় ১৪ দশমিক ৮৯ শতাংশ। এই প্রবৃদ্ধির গত নভেম্বরের চেয়েও কম। কারণ নভেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের করা প্রাক্কলনের চেয়েও কম। চলতি ২০২২-২০২৩ অর্থবছরে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। ২০২১-২০২২ অর্থবছরে প্রাক্কলন করেছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। যদিও তা প্রাক্কলিত হারের চেয়ে অনেক কম।

চলতি বছরের জানুয়ারি মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছাড়িয়েছিল ১১ শতাংশ। পরের মাসে ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ১০ দশমিক ৭২ শতাংশে। মার্চে সামান্য বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ২৯ শতাংশে। এরপর জুলাই মাসে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়ায় ১৩ দশমিক ৯৫ শতাংশে। আগস্টে ঋণ প্রবৃদ্ধি আরও কিছুটা বেড়ে ১৪ দশমিক শূন্য ৭ শতাংশে দাঁড়ায়। এর পরের মাস সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি কমে ১৩ দশমিক ৯৩ শতাংশে নেমে আসে। অক্টোবরে ১৩ দশমিক ৯১ ও নভেম্বরে ১৩ দশমিক ৯৭ শতাংশে দাঁড়ায়।

ব্যাংক কর্মকর্তা জানান, ঋণের সুদহার ৯ শতাংশ থাকায় চলতি বছর থেকে ঋণের চাপ বেড়েছে। এ কারণে অনেকেই নতুন প্রকল্প হাতে নিয়েছেন, কেউ কেউ উৎপাদনক্ষমতা বাড়াচ্ছেন। গত চার মাসে ডলারের দাম ২০ শতাংশের বেশি বাড়ায় আমদানিকারকদের ঋণপত্রের মূল্য বেড়ে গেছে। এ কারণে ঋণও বেড়েছে। তাছাড়া চলতি বছর আবাসন, গাড়ি ও ব্যক্তিগত ঋণও বেড়েছে। এর প্রভাব পড়েছে ঋণ বিতরণে।

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে থাকে। ২০১৯ সালের নভেম্বরে প্রথমবারের মতো তা ৯ দশমিক ৮৭ শতাংশে নেমে আসে। করোনার প্রভাবের পর ব্যাপক হারে কমে গিয়ে ২০২০ সালের মে মাসের শেষে প্রবৃদ্ধি নামে ৭ দশমিক ৫৫ শতাংশে। এর পরের মাস জুন থেকে আবার ধীরে ধীরে বাড়তে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ