সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ ফরচুন বরিশালের

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ ফরচুন বরিশালের
শেষের দিকে চলে এসেছে বিপিএলের নবম আসর। ঢাকার শেষ পর্বে প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। শীতের বিকেলে নরম রোদে লড়াইটা জমেছে বেশ। ফজলে রাব্বির দারুণ ইনিংসে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বরিশাল। মিডল ওভারে কিছুটা রানের লাগাম টানে খুলনা। তবে শেষের দিকে আবারও বরিশাল ব্যাটারদের দাপট। তাতে বড় সংগ্রহই দাড় করিয়েছে সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। ৩১ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে বরিশালের বড় সংগ্রহের মূল কারিগর ইফতেখার আহমেদ।

টস হেরে ব্যাট করতে নামে বরিশাল দল। তবে শুরুতে ব্যক্তিগত ১২ রান করে এনামুল বিজয় ফিরলে চাপে পড়ে দলটি। সাময়িক সে চাপ সামলে নেন ইব্রাহিম জাদরান এবং ফজলে রাব্বি। তবে ৩৯ রানে রাব্বি এবং ২৩ রানে ফেরেন জাদরান। এরপর সাকিব-ইফতেখারের জুটিতে বড় সংগ্রহের আভাস দেন এই দুই ব্যাটার।

তবে ২১ বলে ৩৬ রান করে ফেরেন বরিশালেন অধিনায়ক সাকিব। তখনো ব্যাট হাতে অবিচল ইফতেখার। খুলনার বোলারদের একের পর এক চার ছয়ে করেন বল সীমানা ছাড়া। একসময় তুলে নেন নিজের আসরের দ্বিতীয় অর্ধ-শতক। শেষ দিকে করিম জানাত ৮ বলে ১৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪ রান। শেষ পর্যন্ত ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ইফতেখার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে