লেনদেনের আগে ‘প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং’ সুবিধা চায় ডিএসই

লেনদেনের আগে ‘প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং’ সুবিধা চায় ডিএসই
শেয়ারবাজারে লেনদেন চালুর আগেই শেয়ার ক্রয় ও বিক্রয়ের আদেশ বসানোর সুযোগ চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসঙ্গে লেনদেনের নির্ধারিত সময় শেষ হওয়ার পর শেয়ার ক্রয়-বিক্রয়ের সুযোগ চায়। পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে এবং সম্প্রতি লেনদেনের ক্ষেত্রে দেখা দেয়া টেকনিক্যাল সমস্যা সমাধানে এ সুবিধা চালুর দাবি জানিয়েছে ডিএসই।

এক্ষেত্রে প্রি ওপেনিংয়ে ১৫ মিনিট এবং পোস্ট ক্লোজিংয়ের জন্য ১০ মিনিট সময় নির্ধারণ করতে বলেছে ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলেই এই সুবিধা চালু করা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সুবিধা চালু করা হলে সকাল ৯টা ৪৫ মিনিট থেকেই বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয়ের আদেশ দিতে পারবেন। তবে লেনদেন সম্পন্ন হবে ১০টা থেকে। অপরদিকে পোস্ট ক্লোজিংয়ের কারণে বিনিয়োগকারীরা লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১০ মিনিট শেয়ার ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। সেক্ষেত্রে ক্লোজিং প্রাইসে শেয়ার ক্রয় বা বিক্রয় করতে হবে। ১০ মিনিটের এই লেনদেন নতুন করে দাম প্রস্তাব করা যাবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত