ডিএসই'র ওয়েবসাইটের উন্নত সংস্করণ চালু

ডিএসই'র ওয়েবসাইটের উন্নত সংস্করণ চালু
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইটের উন্নত সংস্করণ চালু করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এটির উদ্বোধন করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে মনে করছে ডিএসই। যা ব্যবহারকরীর চাহিদা অনুযায়ি প্রদর্শনের ব্যবস্থা এবং এক্সিলারেটেড মোবাইল পেইজ (এএমপি) এর বৈশিষ্টগুলোর সাথে স্বয়ক্রিয়ভাবে সামঞ্জস্য থাকবে। ফলে আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানিয়েছে ডিএসই। যা ব্যবহারকরীর চাহিদা অনুযায়ী প্রদর্শনের ব্যবস্থা এবং এক্সিলারেটেড মোবাইল পেজ (এএমপি) এর বৈশিষ্টগুলোর সঙ্গে স্বয়ক্রিয়ভাবে সামঞ্জস্য করবে।

ডিএসই জানিয়েছে, বর্তমান ওয়েবসাইটটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে নতুন পেজ সংযোজন করা হয়েছে। ইংরেজি ভাষার পাশাপাশি ২০১৩ সালে বাংলা সংস্করণ চালু করা হয়।

ওয়েবসাইটির বিভিন্ন পেজের ভিউয়ের ওপর ভিত্তি করে ও চুক্তিভিত্তিক বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে। পর্যায়ক্রমে সাইটটির তথ্য ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ সর্বশেষ প্রযুক্তিটি আপডেট করা হয়েছে।

ওয়েবসাইটের নতুন সংস্করণের প্রধান বৈশিষ্টগুলোর মধ্যে রয়েছে-

>> রেসপনসিভ লেআউট স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ইত্যাদি ডিভাইসের স্ক্রিনের আকারের সঙ্গে খাপ খাবে।

>> ইংরেজি ও বাংলা উভয় সংস্করণের জন্য একই রকম ভিউ পাওয়া যাবে।

>> এক্সিলারেটেড মোবাইল পেইজ মডিউলটি নতুন সংযোজন করা হয়েছে। যাতে ব্যবহারকারীরা মোবাইলের ন্যূনতম ডাটা ব্যবহার করে বাজারের তথ্য পাবেন।

>> পিএইচপি প্রোগ্রামিং ভাষার সংস্করণের আপগ্রেডেশন।

>> প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে সাইটগুলোকে আরও অধিক সুরক্ষিত করা হয়েছে।

>> ডাটা এক্সেস কর্মক্ষমতা উন্নত করা হয়েছে।

>> ওয়েবসাইট অধিক ব্যবহারবান্ধব করা হয়েছে।

>> মাইএসকিউএল ডাটাবেজ সংস্করণের আপগ্রেডেশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত