লভ্যাংশ বিতরণে আইন লঙ্ঘন করলো দুই কোম্পানি

লভ্যাংশ বিতরণে আইন লঙ্ঘন করলো দুই কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বার্ষিক সাধারণ সভার (এজিএম) ৩০ দিন পার হলেও বিনিয়োগকারীদের মাঝে লভ্যাংশ বিতরণ করেনি কোম্পানিগুলো।

সূত্র জানায়, সর্বশেষ হিসাববছরের জন্য (৩০ জুন, ২০২২) ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। গত ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদন করে কোম্পানিটি। তবে লভ্যাংশ অনুমোদনের ৩০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা দেয়নি লুব-রেফ। প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারী অর্থসংবাদকে এ তথ্য জানিয়েছেন।

এছাড়াও শেয়ারবাজারের এসএমই (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) মার্কেটে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেডও সর্বশেষ হিসাববছরের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। গত ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদনও করে কোম্পানিটি। এই প্রতিষ্ঠানটিও এখন পর্যন্ত বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা দেয়নি।

সূত্র মতে, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন লভ্যাংশ বিতরণ নিয়ে ২০২১ সালের ১৪ জানুয়ারি এক আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়, অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা করতে হবে। তবে লুব-রেফ বাংলাদেশ এবং বিডি পেইন্টস লিমিটেডের লভ্যাংশ অনুমোদনের পর ৩০ দিন অতিবাহিত হলেও বিনিয়োগকারীরা এখনো লভ্যাংশ পায়নি। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, ৩০ দিনের মধ্যে লভ্যাংশ জমা না দেওয়া বিএসইসির নির্দেশনা বা সিকিউরিটিজ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।

জানতে চাইলে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মফিজুর রহমান অর্থসংবাদকে বলেন, সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ জমা দেওয়া হয়েছে। তবে প্লেসমেন্ট শেয়ারহোল্ডার ও উদ্যোক্তা পরিচালকদের এখনো লভ্যাংশ দেওয়া হয়নি।

বিডি পেইন্টসের কোম্পানি সচিব মামুন অর রশিদ অর্থসংবাদকে বলেন, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করি খুব শীঘ্রই তাঁরা (বিনিয়োগকারীরা) লভ্যাংশ পেয়ে যাবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, নিয়ম অনুযায়ী অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে হবে। নির্দিষ্ট সময়ের লভ্যাংশ দেয়নি বিনিয়োগকারীদের থেকে এমন অভিযোগ পেলে বিএসইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত