কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি’র (আইবিটিআরএ) উদ্যোগে আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন এবং লক্ষ্য অর্জনের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ।
আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. জোবায়ের আজম হেলালী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন। ব্যাংকের আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
আইবিএস ইন্টেলিজেন্স গ্লোবাল ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ডস পেল ব্র্যাক ব্যাংক

অসাধারণ উদ্ভাবনী ট্র্যানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নের জন্য আইবিএস ইন্টেলিজেন্স গ্লোবাল ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২-এ ট্র্যানজ্যাকশন ব্যাংকিংয়ের সেরা বাস্তবায়ন পুরস্কার পেয়েছে গ্লোবাল ফাইনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে লেন্ডিং এবং ট্র্যানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনসের নেতৃস্থানীয় সার্ভিস প্রদানকারী সংস্থা নিউক্লিয়াস সফটওয়্যার। গত ২৩ ফেব্রুয়ারি পুরস্কার অর্জনের ঘোষণা করা হয়েছে।
ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং স্যুইট FinnAxia™ থেকে নিউক্লিয়াস সফটওয়্যারের সাপ্লাই চেইন ফাইন্যান্সিং সল্যুশনের দ্রুত বাস্তবায়নের জন্য এই পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকদেরকে সিমলেস সমাধান প্রদান করতে ব্যাংকের কৌশল— সাপ্লাই চেইন ফাইন্যান্সিং মার্কেটে প্রবেশকে সহায়তা করতে এই সল্যুশন ডিজাইন করা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এই সল্যুশনের অত্যাধুনিক এন্ড-টু-এন্ড ডিজিটাল ক্ষমতার ফলে দ্রুত গ্রাহকদের অনবোর্ড করার পাশাপাশি ৪ মিনিট ৫২ সেকেন্ডের মধ্যে সেবা দিয়ে দ্রুত কাস্টোমার অ্যাকটিভেশন করা সম্ভব। FinnAxia™ হলো একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কাগজবিহীন সল্যুশন, যা ব্যাংকের সাপ্লাই চেইন ফাইন্যান্স গ্রাহকদের সহজ, সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রদান করছে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময়েই তৃণমূল এসএমই উদ্যোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সচেষ্ট। এই লক্ষ্যের সাথে যুক্ত হয়েছে নিউক্লিয়াস সফটওয়্যার দ্বারা তৈরি আমাদের নতুন সাপ্লাই চেইন ফাইন্যান্স সল্যুশন। এর ফলে এখন আমরা দ্রুত অর্থায়নের মাধ্যমে বাধাহীনভাবে ব্যবসাগুলোকে প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক ল্যান্ডস্কেপের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করতে পারবো। সল্যুশনটি ডিজিটাল টুলের সাহায্যে ফাস্ট ট্র্যাক ফাইন্যান্সিং করবে, যার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে এসএমই প্রতিষ্ঠানসমূহ। সল্যুশনটি ব্র্যাক ব্যাংকে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করবে এবং দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিধি প্রসারিত করবে। নিউক্লিয়াস সফটওয়্যারের সাথে যৌথভাবে এই আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। গ্রাহকদের আরো উৎকৃষ্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করতে থাকবো।”
নিউক্লিয়াস সফটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ ভিস বলেন, “আমরা ব্র্যাক ব্যাংকের সাথে কাজ করে এবং ডিজিটাইজেশনে তাদের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে পেরে সম্মানিত। আর ব্র্যাক ব্যাংকের সাথে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মাধ্যমে ট্র্যানজ্যাকশন ব্যাংকিংয়ে অগ্রণী ভূমিকায় আমাদের প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ব্র্যাক ব্যাংককে তাদের ব্যবসার সম্প্রসারণ এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার নতুন উপায় খুঁজে পেতে সাহায্য করে যাবো।”
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক-রিয়া মানি রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে বগুড়া জোনের অধীনে বিজয়ীদের নিকট মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী মালয়েশিয়া প্রবাসী আফসার আলী, শেখ মো. হান্নান ও মিজানুর রহমানের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে উল্লাপাড়া, মহাস্থানগড় ও দুপচাঁচিয়া শাখার গ্রাহক তানজিলা খাতুন, মোছা. মর্জিনা বিবি এবং মুর্শিদার নিকট এই পুরস্কার হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম মাহবুব মোর্শেদ এবং বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী ১৪ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে প্রবাসীদের প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং দিবসে ১ জন গ্রাহক মোটরসাইকেল জিতে নিতে পারবেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ৮ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারা অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং ৮টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
আউটলেটগুলো হচ্ছে- আবু তাহের মেটাল ওয়ার্কস- খাইয়ারা বাজার, ফেনী, আলিফ এন্টারপ্রাইজ- রাজা রাস্তার মাথা বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম, মেসার্স ফাতেমা ফার্মেসী- গুদারা ঘাট বাজার, চাঁদপুর, মেসার্স সামিয়া কম্পিউটার আইটি, চতুরবাড়ীয়া বাজার, মাগুরা, এন আর এস এন্টারপ্রাইজ, ভারড়া বাজার, টাঙ্গাইল, আল আমিন জুয়েলার্স, মিতালি বাজার, লক্ষীপুর, পাল বাউন্ডারী নেট ফ্যাক্টরী ,বাকড়া বাজার, যশোর, ইউনাইটেড ট্রেডিং, বেলাব বাজার, নরসিংদী।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইতালিতে জনতা এক্সচেঞ্জ এসআরএলের গ্রাহক সমাবেশ

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ এসআরএল গ্রাহক ও সুধী সমাবেশ করেছে। গত মঙ্গলবার ইতালির
রোমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।
জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিন এবং ব্যাংকের ওবিডির ডিজিএম মো. মাহবুবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ বাংলাদেশী প্রবাসীরা বক্তব্য রাখেন।
জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার লক্ষ্যে প্রবাসী রেমিট্যারদের প্রতি আহ্বান জানান।
এর আগে গত সোমবার জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল মিলান শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এমএসসি’র মধ্যে চুক্তি

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং মেডিটারিয়ান শিপিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এমএসসি) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী, এমএসসি’র এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্ল্যাটফর্মকে হোস্ট-টু-হোস্ট সংযোগ প্রদান করবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্ট্রেইট-টু-ব্যাংক (এসটুবি), যা এমএসসি’র স্থানীয় পেমেন্ট প্রক্রিয়া সহজ করবে। এই সংযোগ ব্যবস্থা ব্যাংকের ইউনিভার্সাল অ্যাডাপ্টার টুলের মাধ্যমে পরিচালিত, যা ফাইল ম্যাপিং ও তৈরির প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও সহজ করে।
ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও আরও দৃশ্যমান করতে ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্টস সল্যুশন বাস্তবায়ন করছে এমএসসি, যা তাদের কালেকশন পদ্ধতিকে স্ট্রীমলাইন করতে এবং রিয়েল-টাইম অটোমেটেড রিকন্সিলিয়েশন পেতে সাহায্য করবে। এই এন্ড-টু-এন্ড সল্যুশন এমএসসি’র পেমেন্ট ও কালেকশন প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন, দ্রুত টার্ন-ওভার, ও প্রক্রিয়া একত্রীকরণের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা প্রতিফলিত করছে এবং আরও ভালো গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করছে। শিপিং ইন্ডাস্ট্রির জন্য এমন সল্যুশন দেশে এটিই প্রথম, যা ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং ফিউচার-ফিটনেসের মান নির্ধারণ করছে।
নতুন এই ডিজিটাল সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজেকশন ব্যাংকিংয়ের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ক্লায়েন্ট কভারেজ (চট্টগ্রাম) শামীম ইকবাল; এমএসসি’র সিএফও এ.টি.এম আনিসুল মিল্লাত; এমএসসি’র জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) রাশেদ করিম প্রমুখ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজেকশন ব্যাংকিংয়ের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান বলেন, “এন্ড-টু-এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া রি-ইঞ্জিনিয়ারিং করে এবং প্রতিটি ধাপে সেরা অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লায়েন্টদের জন্য বরাবরই সেরা সল্যুশন নিশ্চিত করে থাকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে হোস্ট-টু-হোস্ট সংযোগ প্রদান করে আসছে। বর্তমানে দেশজুড়ে ৮০টিরও বেশি ক্লায়েন্ট আমাদের প্রক্রিয়াগত কার্যকারিতা, ঝুঁকি হ্রাস, ম্যানুয়াল হস্তক্ষেপ হ্রাস, এবং উন্নত স্বচ্ছতা সুবিধা পাচ্ছে। আমরা এমএসসি’র সাথে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত এবং ভবিষ্যৎ নিয়েও আশাবাদী।”
এমএসসি’র সিএফও এ.টি.এম আনিসুল মিল্লাত বলেন, “এই ইন্টিগ্রেশন ও ডিজিটাল সল্যুশন, আমাদের সকল ব্যাংকিং চাহিদা পূরণে সাহায্যের স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ। এই সল্যুশনের মাধ্যমে আমাদের পেমেন্ট, কালেকশন, এবং রিকন্সিলিয়েশন প্রক্রিয়া আরও উন্নত ও সহজ হবে। আমরা ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মাধ্যমে ব্যাংকের প্লাগ-অ্যান্ড-প্লে হোস্ট-টু-হোস্ট ইন্টিগ্রেশন সল্যুশন এবং ভার্চুয়াল অ্যাকাউন্ট সল্যুশন দেখে সত্যিই মুগ্ধ, এবং এটি আমাদের দৈনন্দিন ট্রেজারি ম্যানেজমেন্টের সমস্যাগুলো কমিয়ে আনছে।”
উল্লেখ্য, দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২২ সালে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে।
মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) বিশ্বব্যাপি কনটেইনার শিপিং ইন্ডাস্ট্রি’র শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। শুরুতে একটি মাত্র জাহাজ নিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করলেও, আজ ৭৩০টি জাহাজ নিয়ে বিশ্বব্যাপি সফল লজিস্টিক ব্যবসা গড়ে তুলেছে এমএসসি। প্রতিষ্ঠানটি ৫টি মহাদেশজুড়ে ১৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ২০০৭ সাল থেকে এমএসসি বাংলাদেশে কার্গো আনা-নেওয়া করছে এবং ২০১৭ সালে দেশে একটি যৌথ উদ্যোগ কোম্পানি প্রতিষ্ঠা করেছে।
অর্থসংবাদ/এসএম