অর্থনৈতিক উত্তরণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন

অর্থনৈতিক উত্তরণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন
দ্রুততম উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত মন্দার প্রথম শিকার চীনের অর্থনীতি। চলতি বছরের প্রথম প্রান্তিকের ঐতিহাসিক পতনের পরও শিল্পের ওপর ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ। বিশ্লেষকদের মতে, প্রধান অর্থনৈতিক দেশগুলোর মধ্যে এ বছর অর্থনীতি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে শুধু চীনেরই। ব্লুমবার্গের জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২০ সালে দেশটির প্রবৃদ্ধি হবে ২ দশমিক শূন্য শতাংশ।

বিশ্বজুড়ে করোনার চলমান তাণ্ডবের মধ্যেই এই অর্থনৈতিকভাবে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে পৌঁছতে চীনকে নিঃসন্দেহে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। পুনরায় সংক্রমণ রোধের পাশাপাশি সামলাতে বৈশ্বিক চাহিদা পতনের ধাক্কা। মূলত এখন পর্যন্ত চীনের এ সফলতার পেছনে বেশকিছু বিষয় কাজ করেছে। এর মধ্যে অন্যতম হলো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি জনগণের সমর্থন। এছাড়া সব শেষে বিশ্বব্যাপী চীনের রফতানি পণ্যের ওপর নির্ভরশীলতা করোনাজনিত মন্দা থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য, সংক্রমণ শুরুর দিকে পতন হলেও কারখানা ও খুচরা বিক্রেতারা কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় জুলাইয়ে বহির্বিশ্বে বিক্রি বেড়েছে।

প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, জুলাইয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশার থেকে কম হলেও এক বছর আগের তুলনায় শিল্প উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। তবে সার্বিকভাবে শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসের তুলনায় খুচরা বিক্রির পতন হয়েছে ১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে বছরের প্রথম সাত মাসে স্থির সম্পদের বিনিয়োগ কমেছে ১ দশমিক ৬ শতাংশ।

হংকংয়ে অক্সফোর্ড ইকোনমিকস লিমিটেডের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ টমি উ বলেন, চীনের পুনরুদ্ধার প্রক্রিয়া বর্তমানে সঠিক পথেই রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বিনিয়োগ। বিশ্বের অন্য সব দেশের সঙ্গে এখানেই চীনের পার্থক্য গড়ে উঠছে। কারণ বিশ্বের অধিকাংশ আর্থিক সহায়তা কার্যক্রমে গুরুত্ব দেয়া হচ্ছে প্রধানত বেকারত্ব ও ক্ষুদ্র উদ্যোগের ওপর। আর এ বিষয়টিই বলে দিচ্ছে যে পুনরুদ্ধার প্রক্রিয়ার তুলনামূলক প্রাথমিক পর্বেই কেন চীনের অর্থনীতি খুব দ্রুত শক্ত অবস্থান গড়তে পারছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া