আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন (বিএএ) এবং ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন (আইএএআরএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সম্মেলনের সভাপতিত্ব করেন সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশনের (আইএএআরএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জি এবং আমেরিকান একাউন্টিং এসোসিয়েশনের (এএএ) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. শ্যাম সুন্দর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ।

বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিএএ’র সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামীকাল (রোববার)। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রউফ তালুকদার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ