ঢাকায় তৃতীয় গ্লোবাল চেঞ্জ মেকার্স সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

ঢাকায় তৃতীয় গ্লোবাল চেঞ্জ মেকার্স সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
গত ২৪শে জানুয়ারী রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় গ্লোবাল চেঞ্জমেকার সামিট ও অ্যাওয়ার্ড। পূর্বে এই সামিট ভারতের দিল্লী ও নেপালের কাগমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশের সংগঠন এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ভারতের সংগঠন প্রজেক্ট ১০০ এবং হিউমান হারমোনি নেপাল এই সংগঠনের সমন্বয়ে সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। মূলত জলবায়ু পরিবর্তন বিষয় নিয়েই আলোচলায় বাংলাদেশী সহ বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন। যারা জলবায়ু পরিবর্তনের কার্যক্রম ও বিশেষ অবদান রেখেছেন তরুণ, বিশেষ ব্যাক্তিত্ব, সামাজিক উন্নয়ন উদ্যোক্তা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা সহ মোট ৩২ জনকে পুরুস্কৃত করা হয়েছে।

এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম সাফাক হোসেনের পরিচালনায়, ইয়াসভীষ, নামিতা ঘিমির ও সুরাজ গাইওয়দের সঞ্চালনায় এবং রুজানা সামদানীর উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, গেস্ট অব ওনার হিসেবে ছিলেন কসোভো দূতাবাসের রাষ্ট্রদূত গুনের উরিয়া, ডেপুটি চিফ অব মিশন লালিতা সিলওয়াল, ব্রুনেই দূতাবাস হাই কমিশনার হাজি বিন ওথমান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন ও মাননীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

উক্ত সম্মেলনে বাংলাদেশ থেকে প্রধান বক্তা হিসাবে ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ডাঃ আইনুন নিশাত, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ডাঃ তানভীর আহমেদ খান, তরুণ বক্তাদের মধ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক, গিনিস্ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ধারি বাংলাদেশের প্রথম মুসলিম নারী সোলো ট্রাভেলর কাজী আসমা আজমেরী ও উদ্যোক্তা রেবেকা সুলতানা বিন্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়