স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্লকচেইন এলসি চালু

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্লকচেইন এলসি চালু
আমদানি-রফতানি কার্যক্রম সহজ করতে দেশে প্রথমবারের মতো ব্লকচেইন লেনদেন সম্পন্ন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি ভিয়েলাটেক্স লিমিটেডের জন্য একটি লেটার অব ক্রেডিট (এলসি) কনটুর ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সফলভাবে ইস্যু করেছে ব্যাংকটি।

ব্লকচেইন হচ্ছে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যার মাধ্যমে স্বল্প সময়ে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স লিমিটেড টেক্সটাইল দ্রব্যাদি ভিয়েলাটেক্স স্পিনিং থেকে আমদানি করেছিল। স্ট্যান্ডার্ড চার্টার্ড আবেদনকারীর জন্য ইস্যুয়িং ব্যাংক এবং এলসির বেনিফিশিয়ারির পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড কেব্যাংরসি ইও নাসের এজাজ বিজয় জানান, দেশের অর্থ বাণিজ্যে ব্লকচেইন প্রযুক্তির সূচনা করতে পেরে আমরা গর্বিত। কনটুর ও এরকম আরও প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেনে গতি বাড়ানো ও ঝুঁকি কমানোর বিষয়টি নিশ্চিত করতে পারছি।

ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও কে. এম. রেজাউল হাসানাত সংবাদ মাধ্যমকে জানান, ভিয়েলাটেক্স গ্রুপে আমরা সবসময় মানসম্পন্ন সেবা ও পণ্য ঠিক সময়ে দেওয়ার চেষ্টা করি। ব্লকচেইন প্রযুক্তি নিশ্চিতভাবে বাণিজ্যিক কর্মকাণ্ডে কার্যকারিতা বাড়াবে ও এলসি প্রসেসিংয়ে সময়ক্ষেপণ কমাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা