Connect with us

কর্পোরেট সংবাদ

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা দাবী পরিশোধ

Published

on

সূচকের

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড এর মধ্যে একটি “ক্লেইম স্যাটেলমেন্ট সিরিমনি” রাজধানী ঢাকাস্থ গুলশান ১-এ ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

জনাব সুজাদুর রহমান, চেয়ারম্যান, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঢাকা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এমরানুল হক এর হাতে ব্যাংকার্স ব্লাংকেট বন্ড (বিবিবি) পলিসির বিপরীতে বীমা দাবীর ১,৮২,৮৭,৫৮৭ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাঃ শওকত আলী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস, ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মাদ আব্দুল্লাহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল হামিদ এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সুজিদ কুমার ভৌমিক সহ ঢাকা ব্যাংক এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বাংলাদেশে প্রথম ব্যাংকার্স ব্লাংকেট বন্ড (বিবিবি) পলিসি চালু করে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং এ খাতে প্রথম বীমাদাবীও পরিশোধ করে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

ঢাকা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এমরানুল হক প্রাইম ইন্স্যুরেন্সের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রাইম ইন্স্যুরেন্সকে তাদের ব্যবসায়িক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাইম ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান জনাব সুজাদুর রহমান স্বল্প সময়ে বীমা দাবী পরিশোধ করার জন্য প্রাইম ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধারা সকল গ্রহকের জন্য অব্যাহত রাখার পরামর্শ দেন।

অর্থসংবাদ/কেএ

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের জিটিএফ চুক্তি

Published

on

সূচকের

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এ অংশগ্রহণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

গত শুক্রবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদার ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর নিকট চুক্তির কপি হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর কাজী ছাইদুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম, সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের চুক্তি

Published

on

সূচকের

সবুজ অর্থনীতি প্রতিষ্ঠার পাশাপাশি রপ্তানিমুখী ও উৎপাদন শিল্পে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৫ হাজার কোটি টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমানের উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

এ চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের যোগ্য গ্রাহকেরা মূলধনী যন্ত্রাদি ও যন্ত্রাংশের আমদানি মূল্য পরিশোধ পরবর্তী ব্যাংকের অর্থায়নের বিপরীতে দেশীয় মুদ্রায় (টাকায়) পুন:অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সদস্যপদ পেলো মার্কেন্টাইল ব্যাংক

Published

on

সূচকের

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) সদস্যপদ লাভ করেছে। এই সদস্যপদ প্রাপ্তির মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশে শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং খাতের শীর্ষ পরামর্শক সংগঠনটির সাথে পথ চলা শুরু করল।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

মার্কেন্টাইল ব্যাংক দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় ‘তাক্বওয়া’ নামে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকি সেবা পরিচালনা করে আসছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ই.সি চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদ মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর হাতে সদস্যপদের সনদ তুলে দেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভিপি মোহাম্মদ মিজানুর রহমান সরকার এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আব্দুল্লাহ শরীফসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সদস্যপদ প্রাপ্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

কুমিল্লায় এসবিএসি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

Published

on

সূচকের

কুমিল্লার বরুড়ার অশ্বদিয়া বাজারে সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ব্যাংকের পরিচালক ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম নতুন এ আউটলেটের উদ্বোধন করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়র এম এ কাদের, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুর জামান বাহাদুর, বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল, শাকপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, ব্যাংকের এসভিপি ও জিএসডির প্রধান শফিউল আজমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১২ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

Published

on

সূচকের

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১২টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হান্নান খান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- চাঁদপুরের মতলব উত্তরে নিশ্চিন্তপুর বাজার, বাগেরহাটের ফকিরহাটে বেতাগা বাজার, গাজীপুরের কাপাসিয়ায় বীর উজলী বাজার, যশোরের শার্শায় বাহাদুরপুর বাজার, কুমিল্লার হোমনায় দুলালপুর বাজার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারুই চক বাজার, ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলী, রাঙ্গামাটির রাজস্থলীতে বাঙ্গালহালীয়া বাজার, নরসিংদীর বারৈচা বাজার, সাতক্ষীরার রেউই বাজার, খাগড়াছড়ির তবলছড়ি বাজার এবং নোয়াখালীর খলিফার হাট।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement
March 2023
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031