অব্যাহত বড় দরপতন, মতিঝিলে বিক্ষোভ

অব্যাহত বড় দরপতন, মতিঝিলে বিক্ষোভ
সপ্তাহের প্রথম দিন সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিনে টানা বড় দরপতনের ঘটনা ঘটলো দেশের পুজিবাজারে। গত কয়েকদিন থেকে পুঁজিবাজারে দরপতন হতে থাকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ১০০ পয়েন্ট কমে যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যাওয়ায় দিশেহারা বিনিয়োগকারীরা। দিনশেষে ডিএসসিএক্স ৮৭ পয়েন্ট সূচক কমে দাঁড়িয়েছে ৪০৩৬ পয়েন্টে

২০১০ সালে ধসের পর সবচেয়ে খারাপ অবস্থায় ফিরেছে পূঁজিবাজার। এতে ঋণগ্রস্ত বেশির ভাগ বিনিয়োগকারীর পোর্টফোলিও ফোর্সড সেলের আওতায় পড়েছে। কেবল গত এক বছরের ব্যবধানে দেশের প্রধান পূঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে প্রায় এক লাখ কোটি টাকা।

এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা পুঁজিবাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের অব্যাহতির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, মুহূর্তে সূচক নেমে এসেছে ৫ হাজার ৪০০ থেকে ৪ হাজার ২০০ তে নেমে এসেছে। এগুলো সব বাজার কারসাজির কুফল।

দিনশেষ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়